পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আজ থেকে রাজ্যপালের নিরাপত্তায় CRPF - রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

রাজ্যপালকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তের খবর আসতেই ক্ষুব্ধ হয়েছিল নবান্ন । তবে রাজ্যের সমস্ত আপত্তিকে নাকচ করল স্বরাষ্ট্রমন্ত্রক। আজ থেকেই রাজ্যপালের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বহাল হল ৷

আজ থেকে রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

By

Published : Nov 12, 2019, 8:47 PM IST

কলকাতা, 12 নভেম্বর : আজ থেকে রাজ্যপাল জগদীপ ধনকড়ের নিরাপত্তায় থাকছে কেন্দ্রীয় বাহিনী । 6 জন CRPF-এর একটি দল তাঁর কনভয়ের সঙ্গে সবসময় থাকবে বলেই সূত্রের খবর । রাজভবনে রাজ্যপালের ঘর এবং অফিসের সামনেও একজন করে জওয়ান থাকবে বলেই জানা গিয়েছে ।

পুজোর আগে থেকেই রাজ্যপালকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে তোড়জোড় শুরু হয়ে​ছিল । রাজ্যপালকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তের খবর আসতেই ক্ষুব্ধ হয়েছিল নবান্ন । রাজ্যপালকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে সরব হয় রাজ্য প্রশাসন । তীব্র আপত্তি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছিল নবান্ন । চিঠিতে উল্লেখ করা হয়েছিল, রাজ্যপালের নিরাপত্তার সমস্ত দায় রাজ্য সরকারের । তাঁকে প্রথম দিন থেকে Z ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে রাজ্য প্রশাসন । তা সত্ত্বেও কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা বহাল করার সিদ্ধান্ত রাজ্যের কাছে অপমানজনক ।

রাজ্যপালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চলেছিল বেশ কয়েকদিন ধরেই । অবশেষে রাজ্যের সমস্ত আপত্তিকে নাকচ করল স্বরাষ্ট্রমন্ত্রক। আজ থেকেই রাজ্যপালের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বহাল হল । আজ সকাল থেকে রাজ্যপাল যেখানে গেছেন, তাঁর সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী । আগামীকাল থেকে একইভাবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে রাজ্যপালের সঙ্গে ।

ABOUT THE AUTHOR

...view details