কলকাতা, 23 এপ্রিল : শনিবার বিকেল সাড়ে 5টা ৷ নিজাম প্যালেসে হাজিরা দিতে অনুব্রত মণ্ডলের জন্য এই সময়ই নির্ধারণ করেছিল সিবিআই ৷ কিন্তু যথারীতি তিনি এবারও অনুপস্থিত থাকলেন ৷ তাই অপেক্ষা না করে নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের আধিকারিকরাই রওনা দিলেন অনুব্রত মণ্ডলের বাড়ির উদ্দেশ্যে (CBI Team visits Anubrata Mondal House) ৷ সিবিআই সূত্রে অন্তত এমনটাই জানা গিয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, আদালতের রক্ষাকবচ উঠে যাওয়ার পর সিবিআইয়ের কাছে হাজিরার দিনই কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ বেশ কিছুদিন পর তাঁকে গতকাল রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷
তার পর শনিবার দুপুরে আচমকা তাঁকে সিবিআই হাজিরার নোটিশ পাঠায় ৷ এদিনই বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু হাজিরা দেননি ৷ সিবিআই সূত্রে খবর, তিনি আরও চার সপ্তাহ সময় চান ৷ মেল করে নিজের শারীরিক অবস্থার কথা জানান ৷ পরে অনুব্রত মণ্ডলের আইনজীবীও হাজির হন নিজাম প্যালেসে ৷ কিন্তু তিনি আসার আগেই সিবিআই আধিকারিকরা রওনা হয়ে যান চিনার পার্কে অনুব্রত মণ্ডলের বাড়ির উদ্দেশ্যে ৷