পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কয়লাকাণ্ডে এবার অভিষেক শ্যালিকা মানেকা গম্ভীরকে সমন সিবিআইয়ের - কয়লা মামলা

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের শ্যালিকা মানেকা গম্ভীরকে এবার সমন পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । কয়লাকাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিয়েছে সিবিআই ।

CBI summons to TMC mp Abhishek Banerjee's sister-in-law in coal scam case
কয়লাকাণ্ডে এবার অভিষেকের শ্যালিকাকে সমন সিবিআইয়ের

By

Published : Feb 22, 2021, 9:55 AM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি:কয়লাকাণ্ডে এ বার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের শ্যালিকা মানেকা গম্ভীরকে সমন পাঠাল সিবিআই । এই মামলায় আগেই অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।

সূত্রের খবর, অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আজই জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা । অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে । সিবিআইয়ের সন্দেহ, ওই মোটা অঙ্কের টাকা লেনদেনের সঙ্গে কয়লাকাণ্ডের যোগ রয়েছে । রবিবার সিবিআই-এর আধিকারিকরা যখন অভিষেকের বাড়িতে যান, তখন বাড়িতে কেউ ছিলেন না । সূত্রের খবর, অভিষেকের স্ত্রী বাড়ি ফিরলেই তাঁকে ফোন করার জন্য বলা হয়েছিল । তবে রুজিরাকে তলব করা হয়নি বলে সূত্রের খবর । সাক্ষী হিসেবে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে । এ বার সমন পাঠানো হল ডায়মন্ডহারবারের সাংসদের শ্যালিকা মানেকা গম্ভীরকে ।

আরও পড়ুন:এভাবে মাথানত করানো যাবে না, সিবিআই নোটিস নিয়ে প্রতিক্রিয়া অভিষেকের

রবিবার তাঁর বাড়িতে সিবিআই হানা দেওয়ার পর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক টুইট করে সে কথা জানান । তিনি বলেন, আইনের প্রতি তিনি আস্থাশীল ৷ কিন্তু তাঁর স্ত্রীকে সিবিআইয়ের মাধ্যমে নোটিশ দিয়ে যদি কেউ চাপে ফেলতে চায়, তাহলে জেনে রাখা ভালো, এত সহজে মাথা নিচু হবে না ৷ টুইটে তিনি সিবিআইয়ের নোটিশের একটি ছবিও পোস্ট করেছেন ৷ সেটি কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর সেই নোটিশ, যেখানে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details