কলকাতা, 22 ফেব্রুয়ারি:কয়লাকাণ্ডে এ বার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের শ্যালিকা মানেকা গম্ভীরকে সমন পাঠাল সিবিআই । এই মামলায় আগেই অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।
সূত্রের খবর, অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আজই জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা । অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে । সিবিআইয়ের সন্দেহ, ওই মোটা অঙ্কের টাকা লেনদেনের সঙ্গে কয়লাকাণ্ডের যোগ রয়েছে । রবিবার সিবিআই-এর আধিকারিকরা যখন অভিষেকের বাড়িতে যান, তখন বাড়িতে কেউ ছিলেন না । সূত্রের খবর, অভিষেকের স্ত্রী বাড়ি ফিরলেই তাঁকে ফোন করার জন্য বলা হয়েছিল । তবে রুজিরাকে তলব করা হয়নি বলে সূত্রের খবর । সাক্ষী হিসেবে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে । এ বার সমন পাঠানো হল ডায়মন্ডহারবারের সাংসদের শ্যালিকা মানেকা গম্ভীরকে ।