কলকাতা, 2 এপ্রিল : উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার পথে হেঁটে শুক্রবার ডিভিশনে বেঞ্চে আবেদন জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন নজরদারি কমিটির বাকি 4 সদস্যও ৷ কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আবেদন গ্রহণ না-করায় বহাল রয়েছে সিঙ্গল বেঞ্চের রায় ৷ সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সোমবার রেগুলার বেঞ্চে মামলার শুনানির আগে 4 সদস্যকে জেরা করতে কোনও অসুবিধা নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ সেই নির্দেশকে মান্যতা দিয়েই নিজাম প্যালেসে প্রাক্তন নজরদারি কমিটির 4 সদস্যকে হাজির হওয়ার নির্দেশ দিল সিবিআই (CBI Summons four SSC officer to Nizam Palace for interrogation) ৷
শনিবার অর্থাৎ, আজই সংশ্লিষ্ট চার আধিকারিককে হাজির হতে হবে নিজাম প্যালেসে ৷ গতকাল বিচারপতি গঙ্গোপাধ্যায় যে 4 জনকে দুর্নীতি মামলায় অন্তর্ভুক্ত এবং জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন তাঁরা হলেন- তৎকালীন শিক্ষামন্ত্রীর আপ্তসহায়ক এস আচার্য, তৎকালীন শিক্ষামন্ত্রীর ওএসডি পিকে বন্দ্যোপাধ্যায়, তৎকালীন শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর একে সরকার এবং শিক্ষা দফতরের তৎকালীন সিনিয়র ল অফিসার টি পাঁজা ৷ হাইকোর্ট জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের এই দুর্নীতিতে কেবল একজন অফিসার বা আধিকারিক সামিল হতে পারেন না। স্বাভাবিকভাবেই তৎকালীন নজরদারি কমিটির আধিকারিকরা কোনওভাবেই নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না ৷