পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 19, 2021, 1:10 PM IST

ETV Bharat / city

নিজাম প্যালেসে আক্রমণের ঘটনার ভিডিয়ো স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠাল সিবিআই

দলের তিন হেভিওয়েট নেতাকে গ্রেফতারের ঘটনায় সেদিন উত্তেজনা ছড়ায় নিজাম প্যালেসের সামনে ৷

নিজাম প্যালেসে আক্রমণের ঘটনার ভিডিও স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠাল সিবিআই
নিজাম প্যালেসে আক্রমণের ঘটনার ভিডিও স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠাল সিবিআই

কলকাতা, 19 মে : নিজাম প্যালেসে ইঁট ছোড়ার ঘটনায় একাধিক ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করে, তা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দিল সিবিআই ।

গত সোমবার সকালে ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হাজির হয় সিবিআই ৷ তার পর তাঁদের সেখান থেকে কলকাতায় সিবিআই-এর দফতর নিজাম প্যালেসে নিয়ে আসা হয় ৷ পরে তাঁদের গ্রেফতার দেখানো হয় ৷

দলের তিন হেভিওয়েট নেতাকে গ্রেফতারের ঘটনায় সেদিন উত্তেজনা ছড়ায় নিজাম প্যালেসের সামনে ৷ উত্তেজিত তৃণমূল সমর্থকরা দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানে ৷ পরে নিজাম প্যালেসের ভিতর ইঁট, পাথর, বোতল, লাঠি ছোড়া হয় ৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপরেও হামলা করার অভিযোগ ওঠে ৷

আরও পড়ুন :নারদ মামলাকে প্রভাবিত করার অভিযোগে মুখ্যমন্ত্রীকেও পার্টি করল সিবিআই

সিবিআই সূত্রের খবর, সেই উত্তেজিত জনতা ও আক্রমণের গোটা ঘটনাটি তারা ভিডিয়োগ্রাফি করেছিল । পাশাপাশি সিবিআইয়ের গোয়েন্দারা জানাচ্ছেন, তারা মিডিয়ার একাধিক ফুটেজ সংগ্রহ করেছেন । তারা সেই ভিডিয়োগুলি এবার স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠালেন ।

ABOUT THE AUTHOR

...view details