পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা নিয়ে আরও একটি এফআইআর সিবিআইয়ের - ভোট পরবর্তী হিংসা ঘটনায় সিবিআইয়ের আরও একটি এফআইআর

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই আরও একটি এফআইআর দায়ের করল ৷ 5 মে সবংয়ের বিজেপি সমর্থক বিশ্বজিৎ মাহেশ খুন হন ৷ সেই মামলাই ভালভাবে খতিয়ে দেখছেন সিবিআই গোয়েন্দারা ৷

Post Poll Violence in West Bengal, CBI
পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা

By

Published : Nov 10, 2021, 3:13 PM IST

কলকাতা, 10 নভেম্বর : ভোট পরবর্তী হিংসা ঘটনায় তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি ও চার্জশিট জমা দিলেও মাঝখানে থমকে গিয়েছিল এই তদন্ত প্রক্রিয়া । তবে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠল সিবিআই । এবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় আরও একটি মামলা রুজু করল সিবিআই ।

সবং থানা । অভিযোগ, সেখানে একটা ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে । সিবিআই সূত্রে খবর, 5 মে সবং থানা এলাকায় বিজেপি সমর্থক বিশ্বজিৎ মাহেশকে মারধর করা হয় । পরে তাঁকে খুন করে এলাকার একটি পুকুরে ফেলে দেওয়া হয় । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । সিবিআই সূত্রের খবর, সেই ময়নাতদন্তের রিপোর্ট দেখে সিবিআইয়ের গোয়েন্দারা মনে করছেন এই ঘটনাটি ভালভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে । তাই এই মামলায় এবার সিবিআইয়ের তরফে একটি মামলা রুজু করা হয়েছে ৷

সিবিআই সূত্রে খবর, এই ঘটনায় স্থানীয় সবং থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলবে সিবিআই । জানতে চাওয়া হবে সঠিক কী অভিযোগ দায়ের হয়েছিল ? পরে সবং থানার তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল ? এসব তথ্য আদায় করবেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

আরও পড়ুন : Calcutta High Court: তদন্ত শেষ না হলে ক্ষতিপূরণ নয়, ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে হাইকোর্ট

ABOUT THE AUTHOR

...view details