কলকাতা, 14 অক্টোবর : এবার এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) সঙ্গে গরু পাচারের যোগ খুঁজে পেলেন সিবিআইয়ের (CBI) গোয়েন্দারা । স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির সঙ্গে গরু পাচারের (Cattle Smuggling Scam) টাকা যুক্ত হয়েছিল বলে অভিযোগ ৷ এই অভিযোগে এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের স্ত্রী কাজল রায় এবং তার দূর সম্পর্কের ভাই রোহিত সিংকে তলব করল সিবিআই । নিজাম প্যালেস সূত্রের খবর, তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে । সেই বয়ান প্রসন্ন রায়ের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা ।
সিবিআই সূত্রের খবর, এসএসসি দুর্নীতি কাণ্ডে যে বিপুল পরিমাণে টাকা ফান্ডিং হয়েছিল, সেই টাকার সঙ্গে গরু পাচারের কালো টাকা রয়েছে । ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের স্ত্রী এবং তাঁর ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য়ও সেই দিকেই ইঙ্গিত করছে ৷ কোটি কোটি টাকার ট্রানজাকশন হয়েছে এবং তাঁদের ব্যাংক অ্যাকাউন্টেও রয়েছে অনেক টাকা ৷ এছাড়াও একাধিক ভুয়ো কোম্পানির হদিস ইতিমধ্যেই পেয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা ।