পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Tapan Dutta Murder Case: তপন দত্ত খুনের মামলায় নতুন এফআইআর দায়ের সিবিআই'য়ের - Tapan Dutta Murder Case

2011 সালের মে মাসে খুন হয়েছিলেন হাওড়ার বালির তৃণমূল নেতা তপন দত্ত । অভিযোগ, ওই এলাকায় বেআইনি নির্মাণ এবং জলাভূমি ভরাটের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন । সেই কারণেই তাঁকে খুন করা হয় ৷ প্রথমে সিআইডি তদন্ত করলেও পরে হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার যায় সিবিআই'য়ের হাতে (Tapan Dutta Murder Case) ৷

CBI in Tapan Dutta Murder Case
তপন দত্ত খুনের মামলা

By

Published : Jul 4, 2022, 4:06 PM IST

কলকাতা, 4 জুলাই: বালির তৃণমূল নেতা তথা পরিবেশবিদ তপন দত্ত খুনের মামলায় এবার নতুন একটি এফআইআর দায়ের করল সিবিআই (CBI files new FIR in Tapan Dutta murder case) । কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই ৷ আদালত আগেই জানিয়েছিল, তদন্তের স্বার্থে সবরকম পদক্ষেপ গ্রহণ করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

2011 সালের মে মাসে খুন হয়েছিলেন হাওড়া বালির তৃণমূল নেতা তপন দত্ত । অভিযোগ, ওই এলাকায় বেআইনি নির্মাণ এবং জলাভূমি ভরাটের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন । সেই কারণেই তাঁকে খুন করা হয় ৷ প্রথমে রাজ্য সরকারের নির্দেশে এই খুনের ঘটনার তদন্তে নামে সিআইডি । 2011 এর 30 অগস্ট সিআইডি তরফ থেকে প্রথম চার্জশিট পেশ করা হয়েছিল । জানা গিয়েছে, সেই চার্জশিটে রাজ্যের মন্ত্রী অরূপ রায়-সহ একাধিক নেতার নাম ছিল । তবে মাঝপথে আচমকাই তদন্তের গতি শ্লথ হয়ে যায় ।

আরও পড়ুন: নেতাই গণহত্যার মূল অভিযুক্ত রথীন দণ্ডপাটের জামিন খারিজ

এরপরেই সিআইডি'র তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তপন দত্তের পরিবার ৷ হাইকোর্টের তরফে এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে । সোমবার এই খুনের ঘটনায় নতুন এফআইআর দায়ের করল সিবিআই ৷

ABOUT THE AUTHOR

...view details