কলকাতা, 22 ফেব্রুয়ারি : কয়লাপাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বাড়িতে গেল সিবিআই । গতকাল তাঁকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । আজ পঞ্চসায়রে মেনকার বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা ।
রবিবার সিবিআই যে নোটিশ পাঠিয়েছিল তার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ও শ্যালিকা মেনকাকে আজ জিজ্ঞাসাবাদ করার কথা ছিল । রুজিরা মঙ্গলবার দেখা করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে । এদিকে মেনকার বাড়িতে আজই পৌঁছান গোয়েন্দারা । ছিলেন মহিলা আধিকারিকরা । সিবিআইয়ের দাবি, রুজিরার অ্যাকাউন্ট থেকে মেনকার অ্যাকাউন্টে আর্থিক লেনদেন হয়েছে । লন্ডন এবং ব্যাংককের একটি ব্যাঙ্কে অভিষেকের শ্যালিকার নামে একাধিকবার টাকা লেনদেন হয়েছে । কোন খাতে কত টাকার লেনদেন হয়েছে বিশদভাবে তা জানার জন্য তাঁকে নোটিশ দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রের খবর । যদিও প্রথম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তাঁর স্ত্রীর বিদেশে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ।