কলকাতা, 16 এপ্রিল : কোরোনা সংক্রান্ত তথ্য গোপন ও পরিকাঠামোর অভাবের অভিযোগ সংক্রান্ত মামলায় আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রিপোর্ট দেয় রাজ্য সরকার ৷ যদিও তাতে সন্তুষ্ট হয়নি তারা । তাই আরও সুনির্দিষ্ট তথ্য সহ রাজ্যকে রিপোর্ট জমার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । আগামীকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফের মামলাটির শুনানি হবে বলে জানানো হয়েছে ।
মামলার শুনানি চলাকালীন ফুয়াদ হালিমের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোরোনায় মৃত্যু ও কোরোনা পরীক্ষার হিসাব সঠিক দেওয়া হচ্ছে না বলে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করেন । এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে ICMR ও WHO-এর গাইডলাইন মেনে কাজ করার পরামর্শ দেয় । আগামীকাল ফের রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে ।
কোরোনা সংক্রমণ নিয়ে রাজ্য সরকার সঠিক তথ্য প্রকাশ করছে না, এই অভিযোগ তুলে 8 এপ্রিল দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে । একটি মামলা দায়ের করেন স্মরজিৎ রায়চৌধুরি নামে এক আইনজীবী । আর একটি মামলা করেন CPI(M) নেতা ফুয়াদ হালিম ।
মামলার আবেদনে বলা হয়, কোরোনায় রাজ্যে কত জন আক্রান্ত হয়েছে, তার সঠিক তথ্য প্রকাশ হওয়া প্রয়োজন । কোরোনা সংক্রমণে কারও মৃত্যু হলে তাঁর অন্ত্যেষ্টির বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বা কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা রয়েছে, তা ঠিক মতো মেনে চলতে হবে । এছাড়াও দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের কাছে সরকারি ত্রাণ ঠিক মতো পৌঁছাচ্ছে না বলে অভিযোগ। বেসরকারি ত্রাণও যথেষ্ট পরিমাণে পৌঁছাচ্ছে না । বস্তি এলাকায় কোরোনা নিয়ে সচেতনতামূলক প্রচার ঠিক মতো হচ্ছে না বলে আবেদনে বলা হয় ৷