পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 30, 2022, 12:29 PM IST

ETV Bharat / city

HC pulls up Top cops: শুভেন্দুকে নেতাই যেতে বাধা, পুলিশের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাই (Calcutta High Court show causes top cops) যেতে বাধা দেওয়ার ঘটনায় পুলিশের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট (HC pulls up Top cops)৷

Calcutta High Court show causes top cops for not allowing Suvendu Adhikari to visit Netai
শুভেন্দুকে নেতাই যেতে বাধা, পুলিশের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

কলকাতা, ৩০ জুন:আদালতের নির্দেশ থাকা সত্বেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নেতাই যেতে বাধা দেওয়ার ঘটনায় আদালত অবমাননার মামলায় রাজ্য পুলিশের ডিজি, ঝাড়গ্রামের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি করল হাইকোর্ট (HC pulls up Top cops)। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে 30 জুলাই হাজির হয়ে ওই পুলিশ আধিকারিকদের শো কজের জবাব দিতে হবে (Calcutta High Court show causes top cops)।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতাই গণহত্যায় মৃতদের শ্রদ্ধা জানাতে গত 8 জানুয়ারি ঝাড়গ্রামের নেতাই গ্রামে যাচ্ছিলেন । কিন্তু তার 20 কিলোমিটার আগেই তাঁকে আটকে দেওয়া হয় । সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার, এসপি ও ডিজির নির্দেশে রাস্তাতেই তাঁকে আটকে দিয়ে তাঁকে ফিরে যেতে বাধ্য করেন (Netai incident)৷

আরও পড়ুন:Netai mass killing case: 5 এপ্রিলের মধ্যে নেতাই গণহত্যার তদন্ত রিপোর্ট দিতে নির্দেশ সিবিআই-কে

কিন্ত গত বছর বিরোধী দলনেতার সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত একটি মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিচারপতি ভট্টাচার্যের এজলাসে হাজির হয়ে আশ্বস্ত করেন, বিরোধী দলনেতা রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারেন । তার জন্য রাজ্যের তরফে তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে । কিন্তু বাস্তবে নেতাইয়ে তার উল্টো ঘটনা ঘটায় ওই অধিকারকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় । এ দিন তার জেরে কোর্ট রুল জারি করেছে ।

ABOUT THE AUTHOR

...view details