কলকাতা, 21 সেপ্টেম্বর : চিটফান্ড সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি করতে রাজ্য পুলিশের ডিজিকে সহযোগিতা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানিয়েছেন, চিটফান্ডের মামলাগুলির শুনানির সময় যাতে রেসপন্স করা হয় ৷ আইনজীবীরা যাতে আদালতে হাজির থাকেন ৷ এই বিষয়গুলিতে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল একটু নজর দিলে ভাল হয় ৷ প্রয়োজনে একজন নোডাল অফিসারকে আদালতে নিযুক্ত করার কথা বলেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ যিনি এই সংক্রান্ত বিষয়ের উপর নজরদারি চালাবেন ৷ আজ দু’টি বেআইনি চিটফান্ড সংস্থার মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ ৷
উল্লেখ্য, বেআইনি অর্থলগ্নি সংস্থায় প্রতারিতদের টাকা দ্রুত ফেরত দেওয়ার ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সক্রিয় হয়েছেন ৷ আর তাই এই সংক্রান্ত মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগী হয়েছেন তিনি ৷ কয়েক মাস ধরেই প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এই ধরনের মামলা শুনছেন ৷ কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্ত মামলায় অর্থলগ্নি সংস্থাগুলির আইনজীবীরা হাজির থাকছেন না ৷ রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হলে দিনের পর দিন সেই রিপোর্ট দিতে দেরি করছে সরকার ৷
আরও পড়ুন : Post Poll Violence: সিবিআইয়ের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, মামলা খারিজ কলকাতা হাইকোর্টের
প্রসঙ্গত, গত মাসে একটি নির্দেশে দু’টি অর্থলগ্নি সংস্থার ম্যানেজিং ডিরেক্টরদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ সেই দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছিল কারা দফতর এবং পুলিশ আধিকারিকদের ৷ কারণ, বেশিরভাগ চিটফান্ড সংস্থাক মালিকরাই বিভিন্ন জেলে বন্দি রয়েছেন ৷ কিন্তু, পুলিশ তা এখনও করে উঠতে পারেনি ৷ এর পরেই চলতি মাসের শুরুতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্য পুলিশের ডিজিকে আজ সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন ৷ সেই নির্দেশ মতো আজ মামলার শুনানিতে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি মনোজ মালব্য আদালতে হাজির হন ৷