পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Calcutta High Court বাম ও বিজেপি নেতাদের সম্পত্তি বৃদ্ধি মামলায় সবপক্ষকে মামলার নথি দেওয়ার নির্দেশ হাইকোর্টের - শুভেন্দু অধিকারী

বাম ও বিজেপি নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ মঙ্গলবার সেই নিয়ে শুনানি হয় আদালতে ৷ সেখানে আদালত সব পক্ষকে মামলার নথি দেওয়ার নির্দেশ দিয়েছে ৷

calcutta-high-court-directs-to-serve-notice-to-all-party-of-bjp-left-leaders-asset-case
Calcutta High Court বাম ও বিজেপি নেতাদের সম্পত্তি বৃদ্ধি মামলায় সবপক্ষকে মামলার নথি দেওয়ার নির্দেশ হাইকোর্টের

By

Published : Aug 23, 2022, 3:14 PM IST

কলকাতা, 23 অগস্ট : বাম ও বিজেপি নেতাদের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় সব পক্ষকে মামলার নথি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । মোট 17 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন সুজিত গুপ্ত নামে এক ব্যক্তি । সেই তালিকায় নাম রয়েছে দু’জন বাম নেতা মহম্মদ সেলিম (MD Salim) (সিপিএমের রাজ্য সম্পাদক) ও তন্ময় ভট্টাচার্যের ৷ এছাড়া বাকি 15 জনের তালিকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), শিশির অধিকারী (Sisir Adhikari), সৌমেন্দু অধিকারী-সহ একাধিক নেতা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার নাম রয়েছে ৷

আদালত সূত্রে খবর, দুই বাম নেতার পক্ষ থেকে এদিন আদালতে জানানো হয় যে যেকোনও তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তে তাঁরা রাজি । অন্যদিকে বিজেপির পক্ষ থেকে আদালতে সময় চাওয়া হয় । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সব পক্ষকে মামলার নথি দেওয়ার নির্দেশ দেন আবেদনকারী সুজিত গুপ্তকে । মামলার পরবর্তী শুনানি 29 অগস্ট ।

উল্লেখ্য, এর আগে রাজ্যের শাসকদলের 19 জন নেতা মন্ত্রীর সম্পত্তি কী করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তা জানানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন অনিন্দ্যসুন্দর দাস ও বিপ্লবকুমার চৌধুরী নামে দুই ব্যক্তি ৷ সেই মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ।

তার পরই এই নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ শাসক দলের নেতাদের সমালোচনা শুরু হয় ৷ পালটা তোপ দাগেন শাসক দলের নেতারা ৷ ইডিকে ওই মামলায় যুক্ত করার নির্দেশ প্রত্যাহারের জন্য পালটা আবেদন করেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কয়েকজন নেতা ৷

এই পরিস্থিতিতে পালটা মামলা হয় বিজেপি (BJP) ও সিপিএমের (CPIM) নেতাদের সম্পত্তির বিষয় খতিয়ে দেখার আর্জি জানিয়ে ৷ মামলা দায়ের করেন সুজিত গুপ্ত নামে এক ব্যাক্তি ।

আরও পড়ুন :সম্পত্তি বৃদ্ধি নিয়ে এবার রাজ্যের 17 জন বিরোধী নেতার নামে জনস্বার্থ মামলা

ABOUT THE AUTHOR

...view details