কলকাতা, 8 জুন : এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতিতে (Primary Recruitment Case) রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস ও রঞ্জন ওরফে চন্দন মণ্ডল নামে ব্যক্তিকে সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । প্রাথমিকভাবে সিবিআইকে (CBI) এফআইআর দায়ের করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারপতি । উপেন্দ্রনাথ বিশ্বাসকে সিবিআইয়ের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তিনি । পাশাপাশি রঞ্জন ওরফে চন্দন মণ্ডল নামে ভূতুড়ে ব্যক্তি যদি সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে প্রয়োজনে সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি (Calcutta HC Directs CBI to Interrogate Chandan Mondal and Upen Biswas in Primary Recruitment Case) ।
উল্লেখ্য, 2014-র টেটে (TET 2014) পাস না করেও নতুন 87 জন টাকার বিনিময়ে চাকরিতে নিযুক্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছিল । সেই সংক্রান্ত মামলায় আজ মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস কিছুদিন আগে ফেসবুক লাইভে জানিয়েছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি এখানে বিক্রি হচ্ছে । এই ব্যাপারে রঞ্জন খুব সৎ ছেলে সে কারও টাকা আত্মসাৎ না চাকরি না হলে টাকা ফেরত দিয়ে দেয় । 15 কোটি লক্ষ টাকা দর উঠেছে চাকরির । রঞ্জনের বক্তব্য খাতায় লিখে আসতে হবে না, শুধু রোল নম্বর লিখে এলেই চাকরি পাওয়া যাবে ৷ খাতায় লিখে এলেই সমস্যা ।"
রঞ্জন নামের এই ব্যক্তি বাগদার বাসিন্দা ৷ তিনি বনগাঁ, বাগদা-সহ উত্তর 24 পরগনার বহু ছেলেমেয়েকে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ ৷ রাজ্য শিক্ষা দফতরের সঙ্গে তাঁর একটি অবৈধ যোগসাজশ রয়েছে, সেই সুযোগেই তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে ৷