পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Primary Recruitment Case : প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় চন্দন মণ্ডল ও উপেন বিশ্বাসকে সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ - CBI

এবার প্রাথমিকে নিয়োগের দুর্নীতিতেও সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বুধবার তাঁর নির্দেশ, এই মামলায় চন্দন মণ্ডল ও উপেন বিশ্বাসকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে (Calcutta HC Directs CBI to Interrogate Chandan Mondal and Upen Biswas in Primary Recruitment Case) ৷

Calcutta HC Directs CBI to Interrogate Chandan Mondal and Upen Biswas in Primary Recruitment Case
Primary Recruitment Case : প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় চন্দন মণ্ডল ও উপেন বিশ্বাসকে সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ

By

Published : Jun 8, 2022, 4:41 PM IST

Updated : Jun 8, 2022, 7:44 PM IST

কলকাতা, 8 জুন : এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতিতে (Primary Recruitment Case) রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস ও রঞ্জন ওরফে চন্দন মণ্ডল নামে ব্যক্তিকে সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । প্রাথমিকভাবে সিবিআইকে (CBI) এফআইআর দায়ের করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারপতি । উপেন্দ্রনাথ বিশ্বাসকে সিবিআইয়ের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তিনি । পাশাপাশি রঞ্জন ওরফে চন্দন মণ্ডল নামে ভূতুড়ে ব্যক্তি যদি সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে প্রয়োজনে সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি (Calcutta HC Directs CBI to Interrogate Chandan Mondal and Upen Biswas in Primary Recruitment Case) ।

উল্লেখ্য, 2014-র টেটে (TET 2014) পাস না করেও নতুন 87 জন টাকার বিনিময়ে চাকরিতে নিযুক্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছিল । সেই সংক্রান্ত মামলায় আজ মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস কিছুদিন আগে ফেসবুক লাইভে জানিয়েছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি এখানে বিক্রি হচ্ছে । এই ব্যাপারে রঞ্জন খুব সৎ ছেলে সে কারও টাকা আত্মসাৎ না চাকরি না হলে টাকা ফেরত দিয়ে দেয় । 15 কোটি লক্ষ টাকা দর উঠেছে চাকরির । রঞ্জনের বক্তব্য খাতায় লিখে আসতে হবে না, শুধু রোল নম্বর লিখে এলেই চাকরি পাওয়া যাবে ৷ খাতায় লিখে এলেই সমস্যা ।"

রঞ্জন নামের এই ব্যক্তি বাগদার বাসিন্দা ৷ তিনি বনগাঁ, বাগদা-সহ উত্তর 24 পরগনার বহু ছেলেমেয়েকে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ ৷ রাজ্য শিক্ষা দফতরের সঙ্গে তাঁর একটি অবৈধ যোগসাজশ রয়েছে, সেই সুযোগেই তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে ৷

প্রাথমিক দুর্নীতি মামলায় আইনজীবীদের বক্তব্য

যদিও প্রাক-প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আইনজীবী লক্ষ্মী গুপ্তা বলেন, ‘‘এই মামলায় মামলাকারীকে তিনি নিজের নাম পর্যন্ত প্রকাশ করতে ভয় পাচ্ছেন ৷ অথচ এত অভিযোগ জানিয়েছেন ।’’ তিনি জানান, 2014 টেট পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন ভুল ছিল, তার জন্য নতুন করে 259 জনের নম্বর বৃদ্ধি করা হয়েছে ৷ তার মধ্যে থেকে বেশকিছু প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে । সেই ব্যাপারে মামলাকারীরা ওয়াকিবহাল নয় । তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ব্যাপারে 15 জুনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন ।

পাশাপাশি বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস রঞ্জন ওরফে চন্দন মণ্ডল সম্পর্কে জানেন, তিনি যেন সিবিআইয়ের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেন । পাশাপাশি চন্দন মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআইকে অবিলম্বে প্রয়োজনে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারপতি । আগামী সোমবারের মধ্যে সিবিআইকে প্রাথমিক রিপোর্ট দিয়ে আদালতে এই বিষয়ে জানাতে হবে ।

আরও পড়ুন :Calcutta HC slams Nadia teacher: বিধায়কের সুপারিশে চাকরি পেয়েছিলেন ? নদিয়ার শিক্ষককে ভর্ৎসনা হাইকোর্টের

Last Updated : Jun 8, 2022, 7:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details