কলকাতা, 5 জুলাই: রাজ্যের পঁচিশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা করা হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । 2012 আর 2014 সালে দুটো আইন হয়েছে উপাচার্য নিয়োগের জন্য। সেই আইন লঙঘন করার অভিযোগ উঠেছে । সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । তার দু'সপ্তাহের মধ্যে মামলাকারীকে উত্তর দিতে বলা হয়েছে ।
রাজ্যের 25টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে মানা হয়নি ইউজিসি গাইডলাইন ৷ এই দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করে জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘ (আরএসএস-এর অধ্যাপক সংঘ) । রাজ্যপাল জগদীপ ধনকড় উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার আগে তাঁর অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করেনি বর্তমান শাসক দল বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন । পাশাপাশি তিনি চাইলে উপাচার্য পদে নিযুক্তদের পদ বাতিলও করতে পারেন বলে রীতিমতো হুমকি দিয়েছিলেন । যদিও শেষমেশ কিছু হয়নি । আপাতত জল গড়িয়েছে আদালতে (Cal HC summons report from Universities in Vice Chancellor Recruitment case)।