কলকাতা, 2 ডিসেম্বর : নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন দেশের প্রথমসারির শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani Mamata Banerjee meeting at Nabanna) ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই বৈঠক ৷
জানা গিয়েছে, এরাজ্যে বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী ৷ খিদিরপুর, হলদিয়া বন্দরে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে তারা (Adani express willingness to invest in Bengal) ৷ আগামী বছর এপ্রিলে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন গৌতম আদানি ৷ বিজেপি ঘনিষ্ট বলে পরিচিত আদানি গোষ্ঠীর সঙ্গে মমতার এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
যদিও এই বৈঠক নিয়ে নবান্নের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি । তবে নবান্নের সূত্রে খবর, আদানিদের সংস্থা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড ইতিমধ্যেই দেশের পূর্ব উপকূলে বিনিয়োগের পথ খুঁজছে । মনে করা হচ্ছে সেই লক্ষ্যেই এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আদানি গোষ্ঠীর প্রধান ।
প্রসঙ্গত, এদিন মুম্বই থেকে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি নবান্ন চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পরই নবান্নে আসেন গৌতম আদানি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, হলদিয়া পেট্রোকেমে একটা অংশে বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছেন তিনি । সেই ব্যাপারে তিনি দরপত্র দিয়েছেন । এছাড়া খিদিরপুরে ছয়টি বার্জ পরিচালনার জন্য তিনি আগ্রহ দেখিয়েছেন বলে খবর ।