পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বুলবুলের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা - KOLKATA BULBUL

শনিবার রাতে বুলবুলের জেরে ভারী বৃষ্টি । আর তার ফলে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমেছে । নাকাল সাধারণ মানুষ । দ্রুত জল বের করার জন্য কাজ করছে কলকাতা পৌরনিগমের পাম্পিং স্টেশনগুলি ।

জলমগ্ন কলকাতা

By

Published : Nov 10, 2019, 10:32 PM IST

Updated : Nov 11, 2019, 12:06 PM IST

কলকাতা, 10 নভেম্বর : বুলবুলের জেরে শনিবার রাতে ভারী বৃষ্টি । আর তার জেরে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমেছে । নাকাল সাধারণ মানুষ । রবিবার সকালে ঠনঠনিয়া, মানিকতলা, হাতিবাগান, গিরিশ পার্ক, কলেজ স্ট্রিট, গড়িয়াহাট, টালিগঞ্জ ও বেহালা সহ একাধিক এলাকায় জল জমেছে । কোথাও হাঁটু জল, কোথাও আবার কোমর জল ঠেলে যেতে হচ্ছে সাধারণ মানুষকে ।

দ্রুত জল বের করার জন্য কাজ করছে কলকাতা পৌরনিগমের পাম্পিং স্টেশনগুলি । মেয়র বলেন, "পাম্পগুলি পুরোদমে কাজ করছে । আজকের মধ্যে শহরের প্রায় সব এলাকা থেকে জল নেমে যাবে ।"

কলকাতার বিভিন্ন নিচু এলাকায় জল জমার সমস্যা দীর্ঘদিনের । মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেই সেই সমস্ত এলাকা জলে ভাসে । রাজ্য সরকারের তরফে সমস্যা মেটানোর জন্য একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরিস্থিতি সেই তিমিরেই ।

Last Updated : Nov 11, 2019, 12:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details