পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোকেন-সহ গ্রেপ্তার যুব মোর্চার নেত্রী পামেলা ও তাঁর সঙ্গী - drug

কোকেন-সহ গ্রেপ্তার করা হল বিজেপির এক নেত্রীকে ৷ তাঁর নাম পামেলা গোস্বামী ৷ তিনি বিজেপির হুগলি জেলার বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক ৷ শুক্রবার তাঁকে কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৷

কোকেন-সহ গ্রেপ্তার বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা ও তাঁর সঙ্গী
কোকেন-সহ গ্রেপ্তার বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা ও তাঁর সঙ্গী

By

Published : Feb 19, 2021, 6:08 PM IST

Updated : Feb 19, 2021, 6:18 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : কোকেন-সহ গ্রেপ্তার করা হল বিজেপির এক নেত্রীকে ৷ তাঁর নাম পামেলা গোস্বামী ৷ তিনি বিজেপির হুগলি জেলা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক ৷ শুক্রবার তাঁকে কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৷ কলকাতা পুলিশের দাবি, তাঁকে এদিন একেবারে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাঁর সঙ্গে প্রবীরকুমার দে নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, 100 গ্রাম কোকেন পাওয়া গিয়েছে । কীভাবে তাঁদের কাছে মাদক এল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ নিউ আলিপুর এলাকায় সাদা পোশাকে হাজির হয় । তাদের কাছে খবর ছিল যে বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী মাদক কারবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত । পামেলা এবং তাঁর সঙ্গী প্রায়ই একটি গাড়িতে করে আসেন ৷ আর বাইকে আসা কয়েকজনকে মাদক সরবরাহ করে চলে যেতেন ৷ এদিনও সেখানে পামেলা ও প্রবীর আসতেই পুলিশ তাঁদের হাতেনাতে ধরে ৷ তাঁদের কাছ থেকে মাদক উদ্ধার হয়েছে ।

আরও পড়ুন :অভিষেকের দায়ের করা মামলায় অমিত শাহকে সমন আদালতের

পাশাপাশি যে সময় পামেলা গোস্বামীকে গ্রেপ্তার করা হয়, সেই সময় পামেলা গোস্বামীর সঙ্গে একজন নিরাপত্তারক্ষীও ছিলেন ৷ একটি সূত্রের দাবি, ওই নিরাপত্তারক্ষী তাঁকে কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া ৷ কী ধরনের নিরাপত্তা সেটা এখনও পর্যন্ত জানা যায়নি । তবে পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল ৷

Last Updated : Feb 19, 2021, 6:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details