পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

গুন্ডা বলায় অভিষেককে আইনি চিঠি দিলীপের - দিলীপ ঘোষ

বজবজের জনসভা থেকে গতকাল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ সহ অন্য BJP নেতাদের তীব্র সমালোচনা করেন ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দিলীপকে "গুন্ডা" বলেন ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ

By

Published : Nov 30, 2020, 3:27 PM IST

Updated : Nov 30, 2020, 5:27 PM IST

কলকাতা, 30 নভেম্বর : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠালেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । চিঠিতে তিনি লেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। না হলে মামলা করা হবে । গতকাল বজবজের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "দিলীপ ঘোষ একজন গুন্ডা। একজন মাফিয়া।" এই নিয়ে আজই আইনজীবী মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠালেন দিলীপবাবু ।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে আরও কয়েকমাস বাকি । তবে আসরে নেমেছে সব রাজনৈতিক দল ৷ তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে ৷ নবান্ন দখলের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে BJP । রাজ্য সফর করেছেন অমিত শাহ, জে পি নাড্ডারা ৷ অন্য়দিকে অমিত তাঁর বাছাই করা বিগ্রেডের পাঁচজনকে রাজ্যের বিভিন্ন জায়গার দায়িত্ব নিয়ে পাঠিযেছেন ৷ তাঁরা প্রায় একযোগে রাজ্যে শাসকদলকে আক্রমণ করার পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো তথা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণের নিশানা বানিয়েছেন ৷

বুকের পাটা থাকলে নাম নিয়ে দেখান, BJP নেতাদের চ্যালেঞ্জ অভিষেকের

অভিষেকের নাম না করে BJP-র ছোটো-বড় প্রায় সব নেতাই তাঁকে নানাভাবে সমালোচনা করেন ৷ অন্য়দিকে তৃণমূলের পক্ষ থেকেও কেন্দ্র থেকে আসা BJP-র নেতাদের বহিরাগত বলে কটাক্ষ করা হয় ৷ এই নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম ৷ অভিষেককে "ভাইপো" বলে কটাক্ষ করায় কিছুদিন আগে BJP নেতাদের একহাত নেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে কুণাল চ্যালেঞ্জ ছোড়েন, , "হিম্মত থাকলে ভাইপো নয়, নাম নিয়ে বলুন ৷" শুধু তাই নয়, BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়কে গুন্ডা বলেও আক্রমণ করেন কুণাল ৷

"তোমরা গুন্ডামি করেছ, আমার গুন্ডামিটা দেখো এখন"; অভিষেককে আক্রমণ দিলীপের

কুণালের দেখানো রাস্তাতেই গতকাল BJP নেতাদের সমালোচনায় সরব হন অভিষেকও ৷ তিনি BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়, সুনীল দেওধরকে বহিরাগত বলে আক্রমণ করার পাশাপাশি রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষকে গুন্ডা বলেন ৷ এরপরই আজ অভিষেককে আইনি চিঠি পাঠালেন দিলীপ ৷

Last Updated : Nov 30, 2020, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details