কলকাতা, 26 এপ্রিল: রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগকে (BJP Protest Rally at Bikash Bhavan against SSC recruitment Scam) সামনে রেখে বিজেপির যুব মোর্চার বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার । বিজেপি কর্মীদের এই বিক্ষোভ কর্মসূচির জেরে এদিন উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর । বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে তাদের আটকাতে জল কামান ব্যবহার করে পুলিশ । বিজেপির অভিযোগ ওই জলে বিষাক্ত রাসয়ানিক মেশানো ছিল ।
এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলি বর্তমানে হাইকোর্টের বিচারাধীন । এই ইস্যুকে এবার রাজ্য থেকে জাতীয় স্তরে তুলে ধরতে চাইছে বিজেপি । সেকারণেই বিজেপি যুব মোর্চার কেন্দ্রীয় সভাপতি তেজস্বী সূর্যকে সামনে রেখে এই বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির । বিজেপির এদিনের বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । বিজেপির দাবি, তাদের এদিনের কর্মসূচিতে আহত হয়েছেন 25 জন । তাদের সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।