পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP Protest Rally : বিজেপি'র বিকাশ ভবন অভিযানে বাধা পুলিশের, বিষাক্ত রাসয়ানিক ব্যবহারের অভিযোগ গেরুয়া শিবিরের - BJP Protest Rally

রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার বিকাশ ভবন অভিযান করে বিজেপি (BJP Protest Rally at Bikash Bhavan against SSC recruitment Scam) ।

BJP Protest Rally at Bikash Bhavan
বিজেপির বিকাশ ভবন অভিযানে বাধা পুলিশের

By

Published : Apr 26, 2022, 10:04 PM IST

কলকাতা, 26 এপ্রিল: রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগকে (BJP Protest Rally at Bikash Bhavan against SSC recruitment Scam) সামনে রেখে বিজেপির যুব মোর্চার বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার । বিজেপি কর্মীদের এই বিক্ষোভ কর্মসূচির জেরে এদিন উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর । বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে তাদের আটকাতে জল কামান ব্যবহার করে পুলিশ । বিজেপির অভিযোগ ওই জলে বিষাক্ত রাসয়ানিক মেশানো ছিল ।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার বিকাশ ভবন অভিযান করে বিজেপি

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলি বর্তমানে হাইকোর্টের বিচারাধীন । এই ইস্যুকে এবার রাজ্য থেকে জাতীয় স্তরে তুলে ধরতে চাইছে বিজেপি । সেকারণেই বিজেপি যুব মোর্চার কেন্দ্রীয় সভাপতি তেজস্বী সূর্যকে সামনে রেখে এই বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির । বিজেপির এদিনের বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । বিজেপির দাবি, তাদের এদিনের কর্মসূচিতে আহত হয়েছেন 25 জন । তাদের সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আরও পড়ুন : তাপ, জ্বালানির জ্বালায় সরকারের ভরসা সিএনজি

এদিন দুপুরে সল্টলেক করুণাময়ী থেকে বিকাশ ভবনের উদ্দেশে মিছিল শুরু করে বিজেপির যুব মোর্চা । মিছিলে ছিলেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পলেরা । পুলিশ এই মিছিলের অনুমতি না দিলেও মিছিল এগোতে থাকে বিকাশ ভবনের দিকে । ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা । এপরেই শুরু হয় অশান্তি । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বিধায়কের প্যাডে নাম ফোন নম্বর লিখে চাকরির সুপারিশ করা হচ্ছে । তৃণমূল নেতারা 15 লাখ টাকা নিয়ে চাকরি দিচ্ছে । যারা যোগ্য তাঁদের চাকরি দেওয়া হচ্ছে না । নবান্নের 14 তলা থেকে সব ঠিক করা হচ্ছে । আমরা আগামী দিনে সব প্রকাশ্যে আনব ।" পুলিশের বিরুদ্ধে এদিন সুকান্ত মজুমদার অভিযোগ করে বলেন, "গণতান্ত্রিক মিছিল হচ্ছিল । সেই মিছিলে হামলা করে পুলিশ । 4 জন গুরুতর জখম হয়েছেন । মোট 25 জন অসুস্থ ।"

ABOUT THE AUTHOR

...view details