কলকাতা, 6 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে (Bhawanipur By Election) প্রার্থী তালিকায় চমক দিতে চলেছে বিজেপি (BJP) । আগামিকাল মঙ্গলবারই প্রার্থীর নাম চূড়ান্ত হতে পারে বলে বিজেপি সূত্রে খবর । আগামিকাল বিজেপির নির্বাচন কমিটির বৈঠক । সেই বৈঠকেই চূড়ান্ত হবে ভবানীপুরের প্রার্থী তালিকা । আর দিল্লি থেকেই আনুষ্ঠানিক ভাবে ভবানীপুরের বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হবে ।
বিজেপি সূত্রে খবর, এবার ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাই এই আসনে বিজেপি প্রার্থীর নাম ঠিক করতে হিমশিম খেতে হচ্ছে গেরুয়া শিবিরকে ।
আরও পড়ুন :Suvendu Adhikari : গ্রেফতার করা যাবে না, হাইকোর্টের রক্ষাকবচে স্বস্তি শুভেন্দুর
একদিকে ভবানীপুর কেন্দ্রে ফের একবার প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন জানিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ । 2021-এর ভবানীপুর কেন্দ্রে 28 হাজার ভোটে তৃণমূল (Trinamool Congress) প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন রুদ্রনীল । কিন্ত তার পরও ভাবানীপুরে ফের উপনির্বাচনে দাঁড়াতে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) শিব প্রকাশ ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেন রুদ্রনীল । তবে বিজেপির ওই সূত্র জানাচ্ছে যে দল এবার আদি নেতাদের কাউকেই প্রার্থী করবে বলে সিদ্ধান্ত নিয়েছে । বিধানসভা ভোটে ‘দলবদলু’দের প্রার্থী করে বিজেপি ধাক্কা খেয়েছে । তাই ঘরের ছেলেকেই প্রার্থী করতে চাইছে তারা ।