কলকাতা, 25 অগস্ট : প্রতিটি সাংগঠনিক জেলায় কত জন বিজেপি কর্মী তৃণমূলে চলে গিয়েছেন ? আর কত জন আদি বিজেপি কর্মী বসে গিয়েছেন ? তার তালিকা তৈরি করার নির্দেশ দিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ । আজ, বুধবার বিজেপির হেস্টিংস অফিসে সাংগঠনিক বৈঠকে এই বিষয়ে দ্রুত রিপোর্ট তৈরি করে রাজ্য নেতৃত্বকে জমা দেওয়ার কথা বলা হয়েছে ।
বিজেপি সূত্রে খবর, ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া কর্মীদের অধিকাংশই আবার ঘাসফুল শিবিরে ফিরে গিয়েছেন । আর আদি বিজেপি কর্মীরা বাড়িতে বসে গিয়েছেন । ব্যারাকপুর সংগঠনিক জেলায়, বীজপুর ও বসিরহাটে সব থেকে বেশি বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার হিড়িক শুরু হয়েছে ।
বিজেপির হেস্টিংস অফিসে গত তিনদিন ধরে সাংগঠনিক বৈঠক চলছে ৷ আজ ছিল শেষ দিন । আজ বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ ও বসিরহাট, এই চারটি সাংগঠনিক জেলাকে নিয়ে প্রথমার্ধে আলোচনা হয় । এই বিষয়ে সায়ন্তন বসু বলেন, ‘‘এটা আমাদের সাংগঠনিক বৈঠক । দলের বিস্তারিত রিপোর্ট নেওয়ার জন্য এই বৈঠক ডাকা হয়েছে ।’’
সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে ওই সাংগঠনিক জেলার সভাপতির সঙ্গে সমন্বয় আরও বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে । দলের কাজে বেশি করে সময় দেওয়ার নির্দেশও দেন শিবপ্রকাশ । তেমনই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে সেখানকার সংগঠনের কাজে বিশেষ দায়িত্ব দেওয়া হয় ।