পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CBI arrests Anubrata Mondal: 'অনুব্রত দুষ্কৃতী, এবার মাথায় অক্সিজেন ভালো পৌঁছবে', কেষ্টর গ্রেফতারিতে মমতাকে বিঁধে আক্রমণ বিজেপির - গরু পাচার

গরু পাচার মামলায় বৃহস্পতিবার সকালেই সিবিআই গ্রেফতার করেছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (CBI Arrests Anubrata Mandal in Cattle Smuggling Case) ৷ তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে কেষ্টর বিরুদ্ধে ৷

bjp leaders tweet
অনুব্রতর গ্রেফতারিতে মমতাকে একযোগে আক্রমণ বিজেপি নেতৃত্বের

By

Published : Aug 11, 2022, 12:20 PM IST

Updated : Aug 11, 2022, 1:59 PM IST

কলকাতা, 11 অগস্ট: গরু পাচার মামলায় বৃহস্পতিবার সকালেই সিবিআই গ্রেফতার করেছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (CBI Arrests Anubrata Mandal in Cattle Smuggling Case) ৷ তাঁর এই গ্রেফতারির সঙ্গে সঙ্গেই ময়দানে নেমেছে বিজেপি নেতৃত্ব ৷ অনুব্রতকে প্রশ্রয় দেওয়ার জন্য তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরাসরি দায়ী করেছেন অমিত মালব্য, সুকান্ত মজুমদারের মতো বিজেপি নেতারা ৷

এদিন টুইটে অনুব্রত মণ্ডলকে সরাসরি 'দুষ্কৃতী' বলে আক্রমণ করেছেন বিজেপি'র কেন্দ্রীয় নেতা অমিত মালব্য ৷ তিনি লিখেছেন, "অনুব্রত মণ্ডলের মতো দুষ্কৃতীদের পৃষ্ঠপোষকতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যাঁরা অপরাধ করে তাদের নিরাপত্তা দেন ৷ পার্থ চট্টোপাধ্যায় হোন বা অনুব্রত মণ্ডল, এর দায় বর্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ৷"

আরও পড়ুন: জেরায় একের পর এক প্রশ্ন এড়িয়ে অসহযোগিতা ! কীভাবে গ্রেফতার হলেন অনুব্রত ?

অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

অনুব্রতর গ্রেফতারিতে এদিন মুখ খুলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও ৷ তাঁর কটাক্ষ, "বন্যরা বনে সুন্দর, তৃণমূল নেতারা জেলে সুন্দর ৷ তৃণমূলের সবাই চোর ৷ অনেক লুকোচুরি খেলেছেন অনুব্রত, এবার জেলা তাঁর মাথায় অক্সিজেন ভালো পৌঁছোবে ৷" টুইটে সুকান্ত লিখেছেন, "গরু পাচারের সময় মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে ছিলেন ৷ ধীরে ধীরে এই পাচারকাণ্ডের মাথারা গ্রেফতার হচ্ছেন ৷"

অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের প্রতিক্রিয়া

অনুব্রতর গ্রেফতারিতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, "বীরভূমের মতো গরিব জেলাকে শোষণ করেছেন অনুব্রত ৷ সেই হাহাকারের ফল ভুগতে হবে তাঁকে ৷ অক্সিজেন কম থাকতেই এতকিছু করেছেন, ঠিক থাকলে কী কী করত ! অনেক নাটক দেখেছি আমরা ৷ দুর্জনের ছলের অভাব হয় না ৷"

অন্যদিকে, গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, "বীরভূম আজ পাপমুক্ত হল ৷ গরু, কয়লা, বালি পাচারের টাকা যার পকেটে গিয়েছে এবং যে সমস্ত পাপের সঙ্গে জড়িত সেই অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে বীরভূমবাসী খুশি ।"

আরেক বিজেপি নেতা রাহুল সিনহার কথায়, "সিবিআই যা করেছে ঠিক করেছে ৷ বীরভূমে ত্রাসের সৃষ্টি করেছিলেন অনুব্রত ৷ চোরের মতো পালিয়েও বাঁচতে পারলেন না ৷ বঙ্গবাসী চান অনুব্রত মণ্ডলের সাজা হোক ৷"

Last Updated : Aug 11, 2022, 1:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details