পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sajal Ghosh: ইডি, সিবিআই বিরোধী নেতাদের নয়, চোরদের ধরছে ! তোপ সজলের - সজল ঘোষ

সিবিআই (CBI) ও ইডি (ED)-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির পক্ষে মুখ খুললেন বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh) ৷ তাঁর বক্তব্য, বিজেপিবিরোধী রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা কোনও কেন্দ্রীয় সংস্থার লক্ষ্য নয় ৷ বরং, অপরাধীদের খুঁজে পাকড়াও করাই তাদের একমাত্র কাজ ৷

BJP Leader Sajal Ghosh says ED CBI arresting thief like Partha Chatterjee and Anubrata Mondal
Sajal Ghosh: ইডি, সিবিআই বিরোধী নেতাদের নয়, চোরদের ধরছে ! তোপ সজলের

By

Published : Sep 21, 2022, 3:18 PM IST

Updated : Sep 21, 2022, 5:15 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: সিবিআই (CBI) ও ইডি (ED)-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপিবিরোধী নেতা-নেত্রীদের নয়, বরং পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee), অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মতো এমন কিছু ব্যক্তিকে গ্রেফতার করছে, যাঁদের বিরুদ্ধে দুর্নীতি ও অপরাধের যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে ৷ এখন এই নেতারাই যদি বিজেপিবিরোধী কোনও শিবিরের হন, তাহলে কী করার থাকতে পারে ! পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC) জবাব দিতে গিয়ে কার্যত এমনই যুক্তি তুলে ধরলেন বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh) ৷

তৃণমূলকে জবাব সজল ঘোষের ৷

উল্লেখ্য, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিল তৃণমূল ৷ তাতে অভিযোগ করা হয়েছিল, 2014 সাল থেকে অর্থাৎ এনডিএ জমানায়, যত জন রাজনীতিক সিবিআই-এর আতসকাচের নীচে এসেছেন, তাঁদের 95 শতাংশই বিজেপিবিরোধী কোনও না কোনও রাজনৈতিক দলের সদস্য ৷ সবথেকে বেশি নিশানা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ৷ এর থেকেই স্পষ্ট যে ভারতের সবথেকে বড় পাপ্পু অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে ভয় পেয়েছেন ৷

আরও পড়ুন:'সিবিআই'য়ের টার্গেটে প্রথমে তৃণমূল', রিপোর্ট তুলে ধরে শাহকে আক্রমণ ঘাসফুল শিবিরের

বুধবার তৃণমূলের সেই পোস্টেরই জবাব দেন সজল ৷ তিনি বলেন, "বিরোধী দলের নেতারা স্ক্যানারের তলায় এসেছেন, এভাবে না বলে বরং বলা উচিত পার্থ চট্টোপাধ্যায় এবং কেষ্ট মণ্ডলের মতো চোরদের টার্গেট করা হয়েছে ৷ ইডি বা সিবিআই তো কোনও ভদ্রলোককে গ্রেফতার করেনি ৷ তৃণমূল কংগ্রেস যদি মনে করে ভদ্রলোকেদের সিবিআই বা ইডি গ্রেফতার করেছে, তাহলে তারা এই কথাগুলি পোস্ট করতে পারেন ৷ এই কথাগুলি শুধুমাত্র তৃণমূলের হতাশা আর বেদনার কথা ৷ সিবিআই বা ইডি আসলে চোরদের টার্গেট করেছে ৷ যাঁরাই চুরি করেছেন, তাঁদের ধরছে ৷ বিজেপি যদি চুরি করে, তাহলে বিজেপি-কেও ধরবে ৷"

প্রসঙ্গত, সারদা কাণ্ডে তৃণমূল কংগ্রেস বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছে ৷ পালটা নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তোপ দেগেছেন সজল ঘোষ ৷ তাঁর কটাক্ষ, "আসলে ভাইপো মমতাপন্থী কাউকে দলে রাখবেন না ৷ আর ক'দিন বাদে তৃণমূলটা ওই তালমিছরি কোম্পানির মত হয়ে যাবে ৷ ছবি ও সই দেখে কিনুনের মতো ! ছবি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ আর তার নীচে বসে কয়লা-গরুর ব্যবসা করবেন ভাইপো ৷ এই কারণেই কে ডি সিংকে দিয়ে চক্রান্ত করে শুভেন্দু অধিকারীর নাম জড়ানো হয়েছে ৷"

এর পাশাপাশি সজল ঘোষ এদিন দুর্গাপুজোর রাজ্য সরকারি অনুদানের বিরুদ্ধেও সরব হন ৷ জানান, "আমাদের ক্লাব 60 হাজার টাকার অনুদান নেয়নি ৷ কারণ আমার মনে হয়, যে বেকার ছেলেমেয়েরা চাকরি না পেয়ে এখনও রাস্তায় বসে রয়েছেন, যেসমস্ত কৃষকরা আত্মহত্যা করেছেন, তাঁদের এবং তাঁদের পরিবারকে এই টাকা দিলে তাঁরা অনেক বেশি উপকৃত হবেন ৷"

Last Updated : Sep 21, 2022, 5:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details