পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dilip Ghosh : পশ্চিমবঙ্গ আজ ভারত-বিরোধী শক্তির গড়, দিলীপের মন্তব্যে বিতর্ক - দিলীপ ঘোষ

বুধবার ছিল জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী ৷ এই দিনটিকে বলিদান দিবস হিসেবে পালন করে বিজেপি ৷ সেই অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

bjp leader dilip ghosh claims west bengal is become suitable place for anti india force
পশ্চিমবঙ্গ আজ ভারত-বিরোধী শক্তির গড়, দিলীপের মন্তব্যে বিতর্ক

By

Published : Jun 23, 2021, 9:29 PM IST

কলকাতা, 23 জুন : রোহিঙ্গা-সহ উগ্রপন্থীরা ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গে (West Bengal) ৷ আর এই রাজ্য দিয়ে ঢুকে ভারতকে অস্থির করে তুলছে ৷ এমনই দাবি করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ বুধবার ছিল জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী ৷ সেই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান করে এমনই মন্তব্য করেন তিনি ৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গ আজ ভারত-বিরোধী শক্তির (Anti India Force) গড় হয়ে উঠেছে ৷

শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিনকে বলিদান দিবস হিসেবে পালন করে বিজেপি ৷ এদিন কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় বিজেপির তরফে ৷ উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, তথাগত রায়, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপি নেতৃত্ব ।

আরও পড়ুন :"আমার বাড়ির ছাদে পৃথক রাজ্য চাই", ফেসবুকে ভাইরাল শ্রীজাতর বঙ্গভঙ্গ বিরোধী কবিতা

সেখানে ২০২১-এর বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) পরাজয় নিয়েও আত্মসমালোচনা শোনা গেল দিলীপ ঘোষের গলায় । তিনি বলেন, "এবারের বিধানসভা নির্বাচন সারা দেশ তথা পশ্চিমবঙ্গের কাছে যুগান্তকারী ঘটনা । সবাই চেয়েছিলও বাংলায় একটা পরিবর্তন হোক । আমরাও একটা স্বপ্ন নিয়ে এগিয়েছিলাম । আমরা পরিশ্রমও করেছিলাম । এই পরিশ্রমের ফলে বাংলার মানুষের মধ্যে উৎসাহ জেগেছিল । গ্রাম-বাংলা রাস্তা ঘাটে সবাই ভেবেছিল বাংলায় একটা পরিবর্তন হচ্ছে । বিজেপি ক্ষমতায় আসছে । আমাদের এই পরিশ্রম, ত্যাগ যথেষ্ট হয়নি । তাই আমরা আগের থেকে সফল হয়েছি । এত বছর পর আমাদের 70 জনের বেশি বিধায়ক নির্বাচিত হয়েছে ৷"

আরও পড়ুন :Dilip Ghosh : সাংসদদের পৃথক রাজ্যের দাবি নাকচ দিলীপের, দলের সিদ্ধান্ত মানার নির্দেশ

একই সঙ্গে এদিন তিনি কংগ্রেস (Congress) ও সিপিএমেরও (CPIM) সমালোচনা করেন ৷ বলেন, ‘‘একটা সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যারা সাম্প্রদায়িক নেতা বলেছিল, সেই সিপিএম ও কংগ্রেস আজ পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ।’’

দিলীপ ঘোষের ভাষণ

অন্যদিকে, আজ হাজরা মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজরা মোড়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । কিন্ত সেই রক্তদান শিবিরের পুলিশি অনুমতি না মেলায় হাজরা মোড়ে দিলীপ ঘোষের নেতৃত্বে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির কর্মী-সমর্থকরা । শেষে পুলিশি অনুমতি মেলায় হাজরা মোড়ের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে বিজেপি ।

আরও পড়ুন :Separate Statehood : বিজেপি সাংসদদের বিরুদ্ধে থানায় তৃণমূল ছাত্র পরিষদ

ABOUT THE AUTHOR

...view details