কলকাতা, 28 অক্টোবর : কলকাতা পৌরনিগমের ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিজেপি কো-অর্ডিনেটর তিস্তা বিশ্বাসের (Tista Biswas) মৃত্যুতে সিবিআই (CBI) তদন্তের দাবি জানালেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ৷ বৃহস্পতিবার কলকাতা পৌরনিগমের সদর দফতরে নিয়ে আসা হয় তিস্তা বিশ্বাসের দেহ ৷ মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷
বিজেপির তরফেও তিস্তা বিশ্বাসের মরদেহে মাল্যদান ও শেষশ্রদ্ধা জানানো হয় ৷ মালা দিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি রাহুল সিনহা বলেন, "তিস্তা বিশ্বাসের মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয়। এটা পরিকল্পিত মৃত্যুর ঘটনা। যদি গাড়িটার পিছনে ধাক্কা মারত। তাহলে সেটা অন্য বিষয়। যেখানে গাড়িটি দাড়িয়ে ছিল। দূর থেকে গাড়িটি দেখা যাচ্ছিল ৷ ফলে এত জোরে ধাক্কা কখনও হয় না। এ তো প্রাণঘাতী ধাক্কা। একে প্রাণঘাতী হামল বলব। এই ঘটনা থেকে এটা পরিষ্কার, এটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। নির্বাচন খুব সামনে। দুই এক মাসের মধ্যে নির্বাচন হবে। এই ঘটনায় অন্য কোনও যোগ আছে কি না, তার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। সিবিআইকে দিয়ে এই ঘটনার তদন্ত করা দরকার বলে আমি মনে করি।"