পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সমসাময়িক সমস্যার কথা নিয়ে প্রকাশিত হল ছাত্র সংগ্রাম - ছাত্র সংগ্রাম

৫০ টাকার বিনিময়ে আজ থেকেই রাজ্যের সমস্ত বইয়ের দোকানে মিলবে ছাত্র সংগ্রাম পত্রিকা। SFI-র 50 বছর পূর্তি চলছে এ বছর। সমসাময়িক বিভিন্ন ঘটনার উল্লেখ রয়েছে ছাত্র সংগ্রামে। কোরোনা পরিস্থিতিতে দেশ এবং রাজ‍্যের সরকারের ভূমিকা, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, রামমন্দির থেকে কৃষি বিল - সব কথাই থাকছে ছাত্র সংগ্রামের শারদ সংখ্য়ায়।

biman_basu_inaugurate_the_puja_edition_of_sfi_mouthpiece_chatra_sangram
সমসাময়িক সমস্যার কথা নিয়ে প্রকাশিত হল ছাত্র সংগ্রাম

By

Published : Oct 18, 2020, 8:09 PM IST

কলকাতা, 18 অক্টোবর : এক সময় যাঁরা ছাত্রনেতা ছিলেন, আজ তাঁরা রাজ্য নেতৃত্ব। পুরানো দিনের স্মৃতিতে ফিরে গিয়ে SFI-র মুখপত্র ছাত্র সংগ্রাম পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালদেব ভট্টাচার্য, শমীক লাহিড়ী, সুজন চক্রবর্তী এবং SFI-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। কোরোনা ভাইরাসের সংক্রমণ কালে ছাত্র সংগ্রাম পত্রিকা প্রকাশ করা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে ছিল বাম ছাত্র সংগঠনের পক্ষে ৷ এবারে বর্তমান পরিস্থিতি নিয়ে একগুচ্ছ প্রবন্ধ এবং ছোটো লেখা রয়েছে ছাত্র সংগ্রাম পত্রিকায়।


50 টাকার বিনিময়ে আজ থেকেই রাজ্যের সমস্ত বইয়ের দোকানে মিলবে ছাত্র সংগ্রাম পত্রিকা। SFI-র 50 বছর পূর্তি চলছে এ বছর। সমসাময়িক বিভিন্ন ঘটনার উল্লেখ রয়েছে ছাত্র সংগ্রামে। কোরোনা পরিস্থিতিতে দেশ এবং রাজ‍্যের সরকারের ভূমিকা, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, রামমন্দির থেকে কৃষি বিল - সব কথাই থাকছে ছাত্র সংগ্রামের শারদ সংখ্য়ায়। সদ‍্য প্রয়াত শ‍্যামল চক্রবর্তী এবং প্রয়াত মন্ত্রী নিরুপম সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কঠিন পরিস্থিতিতে ছাত্র সংগ্রাম পত্রিকা প্রকাশিত হল ।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, চিরকালই বামপন্থী পত্রিকার অন্য স্বাদ পাঠকরা নিয়ে থাকেন। এবারও তার অন্যথা হবে না। মানুষের জীবন যন্ত্রণার কথা তুলে ধরা হয়েছে এই পত্রিকায়। দেশ এবং রাজ্যকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে BJP এবং তৃণমূল সরকার। নবীন প্রজন্মের কথা ভাবার কেউ নেই। বামপন্থীরাই দিশা দেখাতে পারে নতুন প্রজন্মকে। পড়ুয়াদের অবশ্যই ছাত্র রাজনীতি করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details