কলকাতা, 24 জুলাই : রাতে চেকিংয়ের সময় ফের দুর্ঘটনা ৷ এবার টালিগঞ্জ ফাঁড়িতে । হোমগার্ডকে ধাক্কা বেপরোয়া বাইকের ৷ গুরুতর আহত অবস্থায় ওই হোমগার্ড বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ গ্রেপ্তার তিনজন ৷
টালিগঞ্জে চেকিংয়ের সময় হোমগার্ডকে ধাক্কা বাইকের, গ্রেপ্তার 3 - arrest
গতরাতে চেকিংয়ের সময় বেপরোয়া বাইকের ধাক্কায় আহত এক হোমগার্ড ৷ ঘটনায় গ্রেপ্তার তিনজন বাইক আরোহী ৷
প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্তের ঘটনার পরে নড়েচড়ে বসে কলকাতা পুলিশ । বেপরোয়া বাইকের দৌরাত্ম্য রুখতে শহরের বিভিন্ন এলাকা চিহ্নিত করে শুরু হয় নাকা চেকিং । কিন্তু তার পরেও যে দৌরাত্ম্য কমেনি তা পরিষ্কার । গত রবিবার রাতে যাদবপুরে এক সিরিয়াল অভিনেত্রীকে শ্লীলতাহানি করে পালায় এক বাইক আরোহী । গতরাতে টালিগঞ্জ ট্র্যাফিক গার্ডের তরফে সার্জেন্ট অলোকেশ নস্করের নেতৃত্বে চেকিং চলছিল টালিগঞ্জ ফাঁড়িতে । সঙ্গে ছিলেন চারুমার্কেট থানার OC । রাত ১২ টা নাগাদ DPS রোডের দক্ষিণ দিক থেকে বেপরোয়া গতিতে ওই বাইকটি আসছিল । বাইকে চালক শেখ শাহজাহান ছাড়াও ছিল দুই আরোহী ৷ চেকিংয়ের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা বাইটিকে থামতে বলেন ৷ কিন্তু অভিযোগ, না থেমে আরও গতি বাড়িয়ে পালাতে যায় ৷ আর সেই সময় সজোরে ধাক্কা মারে কর্তব্যরত হোমগার্ড প্রতাপ রায়কে ।
পুলিশ সূত্রে খবর, পাকরাও করা হয় তিনজন বাইক আরোহীকে ৷ রাতেই চারু মার্কেট থানা গ্রেপ্তার করে তাদের ।