পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mental Health : পাভলভ-কাণ্ডের পর হাসপাতালগুলির মানসিক স্বাস্থ্য বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখতে তৎপর রাজ্য - Swasthya Bhawan

সম্প্রতি কলকাতার পাভলভ হাসপাতালে (Calcutta Pavlov Hospital) 13 জন আবাসিককে অস্বাস্থ্যকর ঘরে রাখার অভিযোগ ওঠে ৷ এই নিয়ে শো-কজ করা হয়েছে ওই হাসপাতালের সুপারকেও ৷ তার পর হাসপাতালগুলির মানসিক স্বাস্থ্য বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখতে তৎপর রাজ্য (Bengal Govt starts process of reviewing infrastructure of mental health departments of hospitals after Pavlov incident) ৷

bengal-govt-starts-process-of-reviewing-infrastructure-of-mental-health-departments-of-hospitals-after-pavlov-incident
Mental Health : পাভলভ-কাণ্ডের পর হাসপাতালগুলির মানসিক স্বাস্থ্য বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখতে তৎপর রাজ্য

By

Published : Jun 22, 2022, 4:22 PM IST

কলকাতা, 22 জুন : পাভলভ কাণ্ডের জেরে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর (Bengal Health Department) ৷ রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে মানসিক স্বাস্থ্য বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে ৷ স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) একটি সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে ৷

ওই সূত্র থেকে জানা গিয়েছে যে হাসপাতাল বা মেডিক্যাল কলেজগুলিতে সাইক্রিয়াট্রি বিভাগের অধীনে কতগুলি বেড আছে, তার মধ্যে কতগুলি ব্যবহার যোগ্য রয়েছে, তার খতিয়ান নেওয়ার কাজ শুরু হয়েছে ৷ এছাড়া ওই বিভাগে কতজন মনোরোগ বিশেষজ্ঞ, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, মেডিক্যাল অফিসার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার কাজ করছেন, তারও হিসেব নেওয়া হচ্ছে ৷

ওই সূত্র জানাচ্ছে যে ইতিমধ্যে প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজের প্রিন্সিপালদের বলা হয়েছে, দ্রুত এই তালিকা পাঠাতে ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, দিনকয়েক আগে পাভলভ হাসপাতাল (Calcutta Pavlov Hospital) নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ গত 17 মে অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা (মানসিক বিভাগ) পাভলভ হাসপাতালের ডায়েট কমিটির বৈঠকে যান ৷ সেখানে গিয়ে তিনি একটি অস্বাস্থ্যকর ঘরের মধ্যে 13 জন আবাসিক মহিলাকে বন্দি অবস্থায় দেখতে পান বলে অভিযোগ ৷

যা নিয়ে হাসপাতাল সুপার এবং দায়িত্বপ্রাপ্ত নার্সকে প্রশ্ন করা হলে, তাঁরা কোনও জবাব দিতে পারেননি বলে অভিযোগ ৷ এমনকি আবাসিকদের প্রতিনিধি অভিযোগ করেছেন, হাসপাতালে খাবারের মান খুবই খারাপ ৷ এ সব মিলিয়ে পাভলভ হাসপাতালের সুপার ড. গণেশ প্রসাদকে আগেই শো-কজ করা হয় ৷ পরে স্বাস্থ্য ভবনে ডেকে প্রশ্নও করা হয় সুপারকে ৷

আরও পড়ুন :Pavlov Hospital Issue: মানসিক হাসপাতালগুলির পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, পাভলভ প্রসঙ্গে মত মনোবিদদের

ABOUT THE AUTHOR

...view details