কলকাতা, 22 জুন : পাভলভ কাণ্ডের জেরে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর (Bengal Health Department) ৷ রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে মানসিক স্বাস্থ্য বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে ৷ স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) একটি সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে ৷
ওই সূত্র থেকে জানা গিয়েছে যে হাসপাতাল বা মেডিক্যাল কলেজগুলিতে সাইক্রিয়াট্রি বিভাগের অধীনে কতগুলি বেড আছে, তার মধ্যে কতগুলি ব্যবহার যোগ্য রয়েছে, তার খতিয়ান নেওয়ার কাজ শুরু হয়েছে ৷ এছাড়া ওই বিভাগে কতজন মনোরোগ বিশেষজ্ঞ, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, মেডিক্যাল অফিসার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার কাজ করছেন, তারও হিসেব নেওয়া হচ্ছে ৷
ওই সূত্র জানাচ্ছে যে ইতিমধ্যে প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজের প্রিন্সিপালদের বলা হয়েছে, দ্রুত এই তালিকা পাঠাতে ।