কলকাতা, 9 ডিসেম্বর : ESI কর্পোরেশন বা কর্মচারী বিমা নিগমের দেওয়া তথ্য অনুসারে এ রাজ্যে নথিভুক্ত বিমাকৃত ব্যক্তির বা ইনশিউরড ব্যক্তির সংখ্যা 1922090 । রাজ্যের জনসংখ্যার নিরিখে এবং বেসরকারি প্রতিষ্ঠানের নিরিখে কর্মচারী বিমার আওতায় আরও বেশি মানুষের আসা প্রয়োজন বলে অধিবেশনে মন্তব্য করেন দপ্তরের মন্ত্রী মলয় ঘটক । কংগ্রেস বিধায়ক অসিত মিত্রের প্রশ্নের উত্তরে মন্ত্রী মলয় ঘটক জানান, 2019 সালের 31 মার্চের সাপেক্ষে এই পরিসংখ্যানের কারণে উদ্বিগ্ন সরকার ।
হাওড়ার আমতার বিধায়ক অসিত মিত্রের প্রশ্ন ছিল, শ্রমিকদের চিকিৎসার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের ভূমিকা নিয়ে । মন্ত্রী মলয় ঘটক তখন বলেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনে 13টি ESI হাসপাতাল রয়েছে । এছাড়াও প্রাথমিক চিকিৎসার জন্য 294 জন IMP চিকিৎসক বা ইনশিউরড মেডিকেল প্র্যাক্টিশনার এবং 41টি সরকারি ডিসপেনসারি আছে ।
এছাড়া বিমাকৃত ব্যক্তিদের চিকিৎসার স্বার্থে 18টি বেসরকারি সার্ভিস ডিসপেনসারির সঙ্গে চুক্তিভিত্তিক সংযুক্তিকরণ করা হয়েছে । এই রাজ্যে ESI কর্পোরেশনের অধীনে জোকা ESI হাসপাতাল ও মেডিকেল কলেজ আছে । এই পরিকাঠামোগুলির মাধ্যমে রাজ্য সরকার বিমাকৃত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করে । রাজ্যের ESI হাসপাতালগুলির মাধ্যমে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ভুক্ত চিকিৎসা দেওয়া হয় । কোনও কোনও ESI হাসপাতালে তৃতীয় পর্যায়ভুক্ত চিকিৎসার ব্যবস্থাও আছে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক ।
দ্বিতীয় পর্যায়ভুক্ত চিকিৎসা বা স্পেশালিটি ট্রিটমেন্টের জন্য রাজ্য সরকার 38টি বেসরকারি হাসপাতালে সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছে । তেমনিভাবে ESI কর্পোরেশন বা কর্মচারী বিমা নিগম তৃতীয় পর্যায়ভুক্ত চিকিৎসার জন্য বা সুপার স্পেশালিটি ট্রিটমেন্টের জন্য 63টি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ।
ESI কর্পোরেশন বা কর্মচারী বিমা নিগম রাজ্য সহ প্রতিটি রাজ্যের বিমাকৃত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় করে । বর্তমানের শ্রমিক তাঁর মাসিক ভাতার 0.75 শতাংশ কর্মচারী বিমা নিগমকে প্রদান করে এবং মালিক 3.25 শতাংশ কর্মচারী বিমা নিগমকে প্রদান করে । মোট 4 শতাংশ । এই রাজস্ব থেকে কর্মচারী বিমা নিগম রাজ্য সরকারকে বিমাকৃত ব্যক্তির সংখ্যা অনুযায়ী তহবিল প্রদান করে । এছাড়া ESI কর্পোরেশন বা কর্মচারী বিমা নিগম বিমাকৃত ব্যক্তিদের জন্য চিকিৎসার সুবিধা ছাড়াও অন্যান্য সুবিধা সরাসরি বহন করে বলে জানান শ্রমমন্ত্রী মলয় ঘটক ।