পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কর্মচারী বিমার সংখ্যা কম, উদ্বিগ্ন রাজ্য - Health Insurance

জনসংখ্যার নিরিখে এবং বেসরকারি প্রতিষ্ঠানের নিরিখে কর্মচারী বিমার আওতায় আরও বেশি মানুষের আসা প্রয়োজন বলে অধিবেশনে মন্তব্য করেন দপ্তরের মন্ত্রী মলয় ঘটক

assembly
কর্মচারী বিমার সংখ্যা কম, উদ্বিগ্ন রাজ্য

By

Published : Dec 9, 2019, 2:27 AM IST

কলকাতা, 9 ডিসেম্বর : ESI কর্পোরেশন বা কর্মচারী বিমা নিগমের দেওয়া তথ্য অনুসারে এ রাজ্যে নথিভুক্ত বিমাকৃত ব্যক্তির বা ইনশিউরড ব্যক্তির সংখ্যা 1922090 । রাজ্যের জনসংখ্যার নিরিখে এবং বেসরকারি প্রতিষ্ঠানের নিরিখে কর্মচারী বিমার আওতায় আরও বেশি মানুষের আসা প্রয়োজন বলে অধিবেশনে মন্তব্য করেন দপ্তরের মন্ত্রী মলয় ঘটক । কংগ্রেস বিধায়ক অসিত মিত্রের প্রশ্নের উত্তরে মন্ত্রী মলয় ঘটক জানান, 2019 সালের 31 মার্চের সাপেক্ষে এই পরিসংখ্যানের কারণে উদ্বিগ্ন সরকার ।

হাওড়ার আমতার বিধায়ক অসিত মিত্রের প্রশ্ন ছিল, শ্রমিকদের চিকিৎসার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের ভূমিকা নিয়ে । মন্ত্রী মলয় ঘটক তখন বলেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনে 13টি ESI হাসপাতাল রয়েছে । এছাড়াও প্রাথমিক চিকিৎসার জন্য 294 জন IMP চিকিৎসক বা ইনশিউরড মেডিকেল প্র্যাক্টিশনার এবং 41টি সরকারি ডিসপেনসারি আছে ।

এছাড়া বিমাকৃত ব্যক্তিদের চিকিৎসার স্বার্থে 18টি বেসরকারি সার্ভিস ডিসপেনসারির সঙ্গে চুক্তিভিত্তিক সংযুক্তিকরণ করা হয়েছে । এই রাজ্যে ESI কর্পোরেশনের অধীনে জোকা ESI হাসপাতাল ও মেডিকেল কলেজ আছে । এই পরিকাঠামোগুলির মাধ্যমে রাজ্য সরকার বিমাকৃত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করে । রাজ্যের ESI হাসপাতালগুলির মাধ্যমে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ভুক্ত চিকিৎসা দেওয়া হয় । কোনও কোনও ESI হাসপাতালে তৃতীয় পর্যায়ভুক্ত চিকিৎসার ব্যবস্থাও আছে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক ।

দ্বিতীয় পর্যায়ভুক্ত চিকিৎসা বা স্পেশালিটি ট্রিটমেন্টের জন্য রাজ্য সরকার 38টি বেসরকারি হাসপাতালে সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছে । তেমনিভাবে ESI কর্পোরেশন বা কর্মচারী বিমা নিগম তৃতীয় পর্যায়ভুক্ত চিকিৎসার জন্য বা সুপার স্পেশালিটি ট্রিটমেন্টের জন্য 63টি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ।

ESI কর্পোরেশন বা কর্মচারী বিমা নিগম রাজ্য সহ প্রতিটি রাজ্যের বিমাকৃত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় করে । বর্তমানের শ্রমিক তাঁর মাসিক ভাতার 0.75 শতাংশ কর্মচারী বিমা নিগমকে প্রদান করে এবং মালিক 3.25 শতাংশ কর্মচারী বিমা নিগমকে প্রদান করে । মোট 4 শতাংশ । এই রাজস্ব থেকে কর্মচারী বিমা নিগম রাজ্য সরকারকে বিমাকৃত ব্যক্তির সংখ্যা অনুযায়ী তহবিল প্রদান করে । এছাড়া ESI কর্পোরেশন বা কর্মচারী বিমা নিগম বিমাকৃত ব্যক্তিদের জন্য চিকিৎসার সুবিধা ছাড়াও অন্যান্য সুবিধা সরাসরি বহন করে বলে জানান শ্রমমন্ত্রী মলয় ঘটক ।

ABOUT THE AUTHOR

...view details