পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রথম দফা নির্বাচনের 2 দিন আগে পুলিশে রদবদল কমিশনের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

আগামী শনিবার রাজ্যে প্রথম দফার ভোট ৷ তার আগে ফের পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন ৷ যেখানে সবচেয়ে বড় রদবদল ঘটানো হয়েছে এডিজি পশ্চিমাঞ্চল পদে ৷ আগে ওই পদে বহাল ছিলেন সঞ্জয় সিংহ ৷ তাঁর জায়গায় ওই পদে বসানো হচ্ছে রাজেশ কুমারকে ৷ অন্যদিকে ঝাড়গ্রামের ডিইও পদে আনা হচ্ছে জয়েশি দাশগুপ্তকে ৷

bengal-election-2021-two-days-before-the-first-round-of-elections-the-election-commission-underwent-a-major-reshuffle-in-the-police
প্রথম দফা নির্বাচনের দু’দিন আগে পুলিশে ব্যাপক রদবদল কমিশনের

By

Published : Mar 25, 2021, 3:46 PM IST

কলকাতা, 25 মার্চ : প্রথম দফার ভোটের আগে ফের রাজ্য পুলিশে ব্যাপক রদবদল করল নির্বাচন কমিশন ৷ এডিজি পশ্চিমাঞ্চলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল সঞ্জয় সিংহকে ৷ তাঁর জায়গায় আসছেন রাজেশ কুমার ৷ এভাবেই ঝাড়গ্রাম, ডায়মন্ড হারবার, কোচবিহার সহ রাজ্যের একাধিক জেলায় পুলিশ আধিকারিকদের বদলির নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন ৷

আগামী শনিবার রাজ্যে প্রথম দফার ভোট ৷ তার আগে ফের পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন ৷ যেখানে সবচেয়ে বড় রদবদল ঘটানো হয়েছে এডিজি পশ্চিমাঞ্চল পদে ৷ আগে ওই পদে বহাল ছিলেন সঞ্জয় সিংহ ৷ তাঁর জায়গায় ওই পদে বসানো হচ্ছে রাজেশ কুমারকে ৷ অন্যদিকে ঝাড়গ্রামের ডিইও পদে আনা হচ্ছে জয়েশি দাশগুপ্তকে ৷ উল্লেখযোগ্যভাবে এবার ডায়মন্ড হারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে কমিশন ৷ ডায়মন্ড হারবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পুলিশ জেলা ৷ বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে অধিকাংশ বুথই অতিস্পর্শকাতর হিসেবে ঘোষণা করতে পারে কমিশন ৷ আর সেই ডায়মন্ড হারবারের পুলিশ সুপার পদে বসানো হয়েছে অরিজিৎ সিনহাকে ৷

আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন, প্রকাশ করা হবে দ্বিতীয় গাইডলাইন

একইভাবে উত্তরবঙ্গের কোচবিহারের পুলিশ সুপার পদ থেকে কে কান্দনকে সরিয়ে দেবাশিস ধরকে নিয়ে আসা হয়েছে ৷ কলকাতাতেও পুলিশ আধিকারিকের বদলি করেছে নির্বাচন কমিশন ৷ দক্ষিণ কলকাতার ডিসিপি পদে সুধীর নীলকণ্ঠকে সরিয়ে সেখানে আকাশ মাগারিয়াকে নিয়ে আসা হচ্ছে ৷ এই বদলির নির্দেশিকার জারি করার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন এও জানিয়েছে, যে সব পুলিশ আধিকারিকদের সরানো হয়েছে, তাঁরা নির্বাচন সংক্রান্ত কোনও কাজে জড়িত থাকবেন না ৷ কার্যত কমিশনের তরফে এই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাই নেওয়া হল বলে মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details