কলকাতা, 24 মার্চ: নির্বাচন কমিশনের নির্দেশে নিষ্ক্রিয় করা হল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে । পদে বহাল থাকলেও ভোট চলাকালীন তিনি কোনও ক্ষমতার ব্যবহার করতে পারবেন না ৷
রাজ্যের প্রথম দফা ভোটের আগেই নিরাপত্তা উপদেষ্টা তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থকে নিষ্ক্রিয় করল নির্বাচন কমিশন । কমিশনের নির্দেশে নবান্ন থেকে তাঁকে নিষ্ক্রিয়করণের নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । নির্দেশিকায় জানানো হয়েছে, নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি ।