কলকাতা, 21 মার্চ : সোনার বাংলা গড়তে চায় ভারতীয় জনতা পার্টি ৷ নির্বাচনী এসে এই কথাই বলছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ ৷ কিন্তু কীভাবে সোনার বাংলা গড়বে বিজেপি ৷ সেই প্রশ্নের উত্তরই কার্যত দিল বিজেপির ‘সংকল্প পত্র’ ৷ রবিবার বিধাননগরের একটি সংস্কৃতি কেন্দ্রে অমিত শাহ নিজে প্রকাশ করেন এবারের নির্বাচনী বিজেপির ইস্তাহার ৷ তার পর ইস্তাহারে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরেন তিনি ৷
তার মধ্যে একদিকে যেমন রয়েছে মহিলাদের জন্য চাকরিতে সংরক্ষণ-সহ একাধিক সুবিধা ৷ শিক্ষা থেকে স্বাস্থ্য একাধিক প্রতিশ্রুতি ৷ অনুপ্রবেশ, শরণার্থী, নাগরিকত্ব - এই সমস্ত ইস্যুও বিজেপির ইস্তাহারে ঠাঁই পেয়েছে ৷
কিন্তু শিল্পায়ন কোনও দিশা নেই অমিত শাহদের সংকল্প পত্রে ৷ অন্তত অমিত শাহ তো এই নিয়ে একটিও শব্দ খরচ করেননি ৷ পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফিরিস্তি শোনা গিয়েছে বিজেপির এই হেভিওয়েট নেতার মুখে ৷ কিন্তু তিনি একবারও শিল্পায়ন নিয়ে কোনও কথা বলেননি ৷ শুধু কর্মসংস্থান বৃদ্ধির একটি বিষয় ছুঁয়ে গিয়েছেন ৷ যেখানে বলা হয়েছে যে প্রতি বছর রাজ্যের প্রতিটি পরিবারের অন্তত একজনকে নিশ্চিত ভাবে কর্মসংস্থান দেওয়া হবে ৷
কিন্তু কীভাবে সেই কর্মসংস্থান হবে, তার কোনও ব্যাখ্যা অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারেননি ৷ রাজ্যে যদি নতুন বিনিয়োগ না আসে, শিল্প না আসে, তাহলে কীভাবে কর্মসংস্থান বাড়বে, উঠছে সেই প্রশ্নও ৷