পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee on Corruption: দুর্নীতিকে সমর্থন করি না, পার্থর থেকে কি দূরত্ব বাড়ালেন মমতা ? - পার্থ চট্টোপাধ্যায়

দুর্নীতিকে সমর্থন করা আমার নেশাও নয়, পেশাও নয় ৷ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Corruption)৷ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে যে প্রচার শুরু হয়েছে, তার জবাব দিতেই তিনি এ কথা বললেন বলে মনে করা হচ্ছে ৷

Banga Bibhushan 2022: Mamata Banerjee says cannot support corruption
দুর্নীতিকে সমর্থন করা আমার নেশাও নয়, পেশাও নয়: মমতা

By

Published : Jul 25, 2022, 5:20 PM IST

Updated : Jul 25, 2022, 7:47 PM IST

কলকাতা, 25 জুলাই: শনিবারের পর থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারিকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে নেমেছিল বিজেপি, সিপিএম এবং কংগ্রেস । সোমবার নজরুল মঞ্চে এর বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরাসরি বুঝিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যদি দোষী হন, বিচার ব্যবস্থা তার জন্য শাস্তিবিধান করবে । কিন্তু যে ভাবে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, তা তিনি মেনে নেবেন না । রাজনৈতিক মহল অবশ্য এতে অন্য গন্ধ পাচ্ছে । মনে করছে, যতই দল এবং সরকারের তরফ থেকে এখনও পার্থ চট্টোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দেওয়া হোক, নিজের নাম জড়াতেই পার্থর কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee news)।

"দুর্নীতিকে সমর্থন করা আমার নেশাও নয়, পেশাও নয় ৷" শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Case) পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখনই দুর্নীতি প্রশ্নে এ ভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ৷ তিনি স্পষ্ট জানালেন, তাঁর দল তৃণমূল চোর-ডাকাতদের প্রশ্রয় দেয় না ৷ মানুষ তো ভুল করতেই পারে, এ কথা উল্লেখ করার পাশাপাশি মমতা বলেছেন, "কিছু রাজনৈতিক দলের কাজকর্মে আমি দুঃখিত, মর্মাহত, শোকাহত ৷"

দুর্নীতিকে সমর্থন করা আমার নেশাও নয়, পেশাও নয়: মমতা

শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে রাজ্যের শিক্ষা ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৷ তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 21 কোটি টাকা ও লক্ষ লক্ষ টাকার গয়না ৷ উঠে এসেছে পার্থর আর এক ঘনিষ্ঠ মোনালিসা দাসের নাম ৷ এই নিয়ে শাসক দল যখন চরম অস্বস্তিতে, তখনই সরাসরি কোনও ঘটনার উল্লেখ না করেও স্পষ্ট ভাবে এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য সরকারের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠানের (Banga Bibhushan 2022) মঞ্চে দাঁড়িয়ে এ দিন মমতা বলেন, "সারা জীবন রাজনীতি করেছি জীবন ভোগ করার জন্য নয় । আমি এক লক্ষ টাকা করে সংসদের পেনশন পাই ৷ বিধায়ক হিসেবেও পাই ৷ মাসে তিন লক্ষ টাকা পাই, কোনওটাই নিই না ৷ তবে কয়েকটা রাজনৈতিক দলের আচরণে আজ আমি দুঃখিত, মর্মাহত, শোকাহত ৷ অকারণে আমার গায়ে কালি ছেটাতে চেষ্টা করবেন না ৷ আমার হাতেও আলকাতরা আছে ৷ যেটা ওয়াশিং মেশিনে ধুলেও যাবে না ৷"

দুর্নীতিকে সমর্থন করি না

আরও পড়ুন:অমর্ত্য সেন বঙ্গবিভূষণ প্রত্যাখ্যান করেননি, ভুল প্রচার হচ্ছে: মুখ্যসচিব

এজেন্সি দিয়ে সরকার ভেঙে দেওয়া যাবে না, এই মন্তব্যের দ্বারা কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী ৷ তিনি কোনও অন্যায়কে সমর্থন করেন না বলে জানালেও মমতা বলেছেন, "মানুষ তো ভুল করতেই পারে ৷ একটা কথা আছে, রাইট টু মেড ব্লান্ডার্স ৷ জ্ঞানত ভুল করলে সেটা অপরাধ ৷ না জেনে কোনও ভুল করলে ক্ষমা চাইব ৷ জেনেশুনে আমি কোনও অন্যায় করিনি । সত্যি কেউ দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডও দিতে পারে ৷ আমি বিধায়ক, মন্ত্রী কারওকে ছেড়ে কথা বলি না ৷ তবে মিডিয়া ট্রায়াল ঠিক নয় ৷" একুশে জুলাই সহ্য করতে না পেরেই পরের দিন ভোর পাঁচটায় তল্লাশি চালানো হল বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ৷

তবে এ দিনের বক্তব্যে তৃণমূল নেত্রী সাফ এ কথা জানিয়ে দিয়েছেন যে, কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে দল তাঁর পাশে থাকবে না ৷ তাঁর কথায়, "আমি বিত্তবান চাই না বিবেকবান চাই ।"

Last Updated : Jul 25, 2022, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details