কলকাতা, 25 জুলাই: শনিবারের পর থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারিকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে নেমেছিল বিজেপি, সিপিএম এবং কংগ্রেস । সোমবার নজরুল মঞ্চে এর বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরাসরি বুঝিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যদি দোষী হন, বিচার ব্যবস্থা তার জন্য শাস্তিবিধান করবে । কিন্তু যে ভাবে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, তা তিনি মেনে নেবেন না । রাজনৈতিক মহল অবশ্য এতে অন্য গন্ধ পাচ্ছে । মনে করছে, যতই দল এবং সরকারের তরফ থেকে এখনও পার্থ চট্টোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দেওয়া হোক, নিজের নাম জড়াতেই পার্থর কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee news)।
"দুর্নীতিকে সমর্থন করা আমার নেশাও নয়, পেশাও নয় ৷" শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Case) পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখনই দুর্নীতি প্রশ্নে এ ভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ৷ তিনি স্পষ্ট জানালেন, তাঁর দল তৃণমূল চোর-ডাকাতদের প্রশ্রয় দেয় না ৷ মানুষ তো ভুল করতেই পারে, এ কথা উল্লেখ করার পাশাপাশি মমতা বলেছেন, "কিছু রাজনৈতিক দলের কাজকর্মে আমি দুঃখিত, মর্মাহত, শোকাহত ৷"
শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে রাজ্যের শিক্ষা ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৷ তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 21 কোটি টাকা ও লক্ষ লক্ষ টাকার গয়না ৷ উঠে এসেছে পার্থর আর এক ঘনিষ্ঠ মোনালিসা দাসের নাম ৷ এই নিয়ে শাসক দল যখন চরম অস্বস্তিতে, তখনই সরাসরি কোনও ঘটনার উল্লেখ না করেও স্পষ্ট ভাবে এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য সরকারের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠানের (Banga Bibhushan 2022) মঞ্চে দাঁড়িয়ে এ দিন মমতা বলেন, "সারা জীবন রাজনীতি করেছি জীবন ভোগ করার জন্য নয় । আমি এক লক্ষ টাকা করে সংসদের পেনশন পাই ৷ বিধায়ক হিসেবেও পাই ৷ মাসে তিন লক্ষ টাকা পাই, কোনওটাই নিই না ৷ তবে কয়েকটা রাজনৈতিক দলের আচরণে আজ আমি দুঃখিত, মর্মাহত, শোকাহত ৷ অকারণে আমার গায়ে কালি ছেটাতে চেষ্টা করবেন না ৷ আমার হাতেও আলকাতরা আছে ৷ যেটা ওয়াশিং মেশিনে ধুলেও যাবে না ৷"