পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Ratna-Sovan-Baishakhi : রত্নার ‘মার’ থেকে বাঁচতে পুলিশ কমিশনারকে চিঠি বৈশাখীর - মধুচক্র

খুনের হুমকি দিচ্ছেন রত্না চট্টোপাধ্য়ায় ৷ তাই নিরাপত্তা চেয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছেন রত্নার স্বামী শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায় ৷ বৈশাখীর অভিযোগ উড়িয়ে পাল্টা তাঁর ও তাঁর স্বামী মনোজিৎ মণ্ডলের বিরুদ্ধে শোভনকে মধুচক্রে ফাঁসানোর অভিযোগ তুলেছেন রত্না ৷

Baishakhi Banerjee sends letter to Commissioner of Police seeking protection from Ratna Chatterjee
Ratna-Sovan-Baishakhi : রত্নার ‘মার’ থেকে বাঁচতে পুলিশ কমিশনারকে চিঠি বৈশাখীর

By

Published : Jun 17, 2021, 2:25 PM IST

কলকাতা, 17 জুন : রত্না চট্টোপাধ্য়ায়ের (Ratna Chatterjee) ‘মার’-এর হাত থেকে বাঁচতে কলকাতা পুলিশের দ্বারস্থ বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায় (Baishakhi Banerjee) ! খোদ পুলিশ কমিশনারকে চিঠি লিখে চাইলেন নিরাপত্তা ৷ পাল্টা বৈশাখী ও তাঁর স্বামীর বিরুদ্ধে শোভন চট্টোপাধ্য়ায়কে (Sovan Chatterjee) মধুচক্রে ফাঁসানোর অভিযোগ তুলে সোচ্চার হলেন রত্না ! শোভনের সম্পত্তিদান প্রসঙ্গে দিলেন আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও ৷

ডেলি সোপের চিত্রনাট্যকেও হার মানিয়ে দিচ্ছে রত্না-শোভন-বৈশাখী ট্রায়ো ৷ কে বলতে পারে, ইতিমধ্যেই হয়তো তাঁদের মধ্য়েকার টানাপোড়েন নিয়ে সিনেমার গল্প ছকছেন কোনও পরিচালক ? তা যদি কেউ করেও থাকেন, তবে তাঁকে দোষ দেওয়া যায় না ৷ মিলন, বিরহ, লড়াই, কেচ্ছা- কিছুই যে বাদ রাখছেন না বাস্তবের এই চরিত্ররা ৷ এবেলা-ওবেলা বদলে যাচ্ছে পট ! এমন রসালো রসদ কেউ কি সহজে ছাড়ে ?

আরও পড়ুন :Sovan-Baishakhi : বৈশাখীর সাহসকে কুর্নিশ অনুরাগীর, বোল্ড ম্য়াডোনার সঙ্গে তুলনা বাঙালি বধূর

শোনা যাচ্ছে বৈশাখীদেবী নাকি খুব আতঙ্কে আছেন ! তাঁর আতঙ্কের কারণ বন্ধু শোভনের অর্ধাঙ্গিনী রত্না ৷ বৈশাখীর দাবি, রত্না তাঁকে ও তাঁর বন্ধুবরকে (শোভনকে) খুনের হুমকি দিয়েছেন ৷ রত্না নাকি বলেছেন, দু’জনকেই ল্য়াম্প পোস্টে বেঁধে পেটানো হবে ! আর তাতেই ভয়ে আছেন বৈশাখী ৷ পুলিশি নিরাপত্তা চেয়ে সটান কলকাতার পুলিশ কমিশনারকেই চিঠি পাঠিয়েছেন তিনি ৷ বুধবার রাতে সেই চিঠি পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে পাঠান বৈশাখী ৷

যা শুনে রীতিমতো তেলেবেগুনে জ্বলে ওঠেন রত্না ৷ সাফ জানিয়ে দেন, তিনি কোনও দিনই শোভনকে ল্য়াম্প পোস্টে বেঁধে পেটানোর কথা বলেননি ৷ বৈশাখীর এই দাবি সর্বৈব মিথ্যা ৷ পাল্টা বৈশাখী ও তাঁর স্বামী মনোজিৎ মণ্ডলের বিরুদ্ধে শোভন চট্টোপাধ্য়ায়কে মধুচক্রে ফাঁসানোরও অভিযোগ তুলেছেন রত্না ৷

ইটিভি ভারতের প্রতিনিধিকে রত্না বলেন, ‘‘বৈশাখী অনেক অন্যায় করেছেন এবং করছেন ৷ আর সেই কারণেই তিনি ভয় পান ৷ তাঁর ভয়, যাঁদের সঙ্গে তিনি অন্যায় করছেন, তাঁরাই হয়তো তাঁকে মারতে আসবেন ৷ নিরাপত্তা পাওয়ার জন্য আগেও এমন অনেক কিছু করেছেন তিনি ৷ যখন বিজেপিতে ছিলেন কেন্দ্রের কাছে নিরাপত্তা চাইতেন ৷ আর এখন কলকাতা পুলিশের কাছে চাইছেন ৷ আমরা তো এমন অন্যায় করি না ৷ তাই আমাদের কোনও নিরাপত্তাও লাগে না ৷ আমরা নিরাপত্তা ছাড়াই সারা শহর ঘুরে বেড়াই ৷’’

আরও পড়ুন :Kunal Ghosh : ‘ডামি-জামাই’ শোভনের ‘পদবিত্যাগ ও সম্পত্তিদান’ নিয়ে টুইট বাণ কুণালের

রত্নার দাবি, তিনি কোনও দিনই তাঁর স্বামী শোভনকে ল্য়াম্প পোস্টে বেঁধে পেটানোর কথা বলেননি ৷ তবে রত্নার অভিযোগ, শোভনকে বাগে আনতে বৈশাখীর স্বামী মনোজিৎ মণ্ডলই বৈশাখীকে টোপ (মক্ষীরানি) হিসাবে শোভনের কাছে পাঠিয়েছিলেন ৷ আসলে এই দম্পতি শোভন চট্টোপাধ্য়ায়কে মধুচক্রে ফাঁসিয়েছে ! তার জন্য এই দম্পতিকেই ‘‘ল্য়াম্প পোস্টে বেঁধে পেটানো উচিত’’ বলে মনে করেন রত্না ৷ কিন্তু তিনি কখনই কাউকে মারার বা খুনের হুমকি দেননি বলে দাবি শোভনজায়ার ৷

প্রসঙ্গত, বুধবারই জানা যায় শোভন তাঁর যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি বান্ধবী বৈশাখীকে দান করে দিয়েছেন ৷ শোভনের এই পদক্ষেপ আমবাঙালিকে যেমন অবাক করেছে, তেমনই ক্ষুব্ধ করেছে তাঁর স্ত্রীকে ৷ রত্নার সাফ কথা, এত সহজে হার মানবেন না তিনি ৷ তাঁর সন্তানদের অধিকার আদায়ে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন রত্না ৷ এখন দেখার, এমন জমাটি আর রেডিমেড চিত্রনাট্য কোনও পরিচালক কাজে লাগান কি না !

ABOUT THE AUTHOR

...view details