পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এ মাসের শেষে চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা - কলকাতা

এ মাসের শেষেই চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ৷ প্রথম ধাপে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মোট 5 কিমি মেট্রো পরিষেবা চালু হবে ৷ নির্ধারিত হয়েছে চূড়ান্ত ভাড়াও ৷ কলকাতা মেট্রোর প্রধান জনসংযোগ আধিকারিক জানান, সবুজ সংকেত পেলেই শুরু হবে পরিষেবা ৷

At the end of this month East-West Metro service may started
ইস্ট-ওয়েস্ট মেট্রো

By

Published : Dec 10, 2019, 10:28 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : চলতি বছরের শেষেই চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা । জানালেন কলকাতা মেট্রোর প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ।

তিনি বলেন, " যদিও এই মুহূর্তে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের কোনও দিনক্ষণ নির্ধারণ করা হয়নি, তবে আমরা তৈরি আছি ৷ যে দিন সবুজ সংকেত পাব, আমরা পরিষেবা শুরু করতে পারব । তবে এ মাসেই সম্ভবত চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম ধাপের পরিষেবা ৷ " এ বিষয়ে কলকাতা মেট্রোর এক পদস্থ আধিকারিক বলেন, "যে সব ইন্সপেকশনগুলি বাকি ছিল, সেগুলিও সম্পূর্ণ হয়েছে । "

প্রথম পর্যায়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ৷ কলকাতা মেট্রোর এক পদস্থ আধিকারিক জানান, ধাপে ধাপে বারবার ট্রায়াল রান করা হয়েছে । প্রথম দিকে যে সব ত্রুটিগুলি ছিল, সেগুলি সম্পূর্ণভাবে কাটিয়ে ওঠা গেছে । তবে এখনও প্রতিদিন সকাল 10 থেকে বেলা 12 পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হচ্ছে । চূড়ান্তভাবে চালু করার আগেই যাতে কর্মীরা এই অত্যাধুনিক সিস্টেমগুলিকে ভালোভাবে আয়ত্তে আনতে পারে তাই এই ব্যবস্থা ।

পরিষেবা চালু না হলেও ভাড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি ৷ সল্টলেক সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত দূরত্ব মোট 5 কিমি । সম্প্রতি 6 বছর পর কলকাতা মেট্রোর ভাড়া বাড়ানো হয়েছে । সেই অনুযায়ী ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়াও নির্ধারিত হয়েছে ৷ যদিও ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ যাত্রাপথ চালু হয়ে গেলে ভাড়া সংস্কার করা হবে ।

ডেমো রানগুলির ক্ষেত্রে এখন সিগন্যালিং ব্যবস্থা, ঘোষণা ব্যবস্থা, ডিসপ্লে বোর্ডে টাইম টেবিল, সক্রিয় টিকিট কাউন্টার চালনা, যাত্রী নিরাপত্তার ব্যবস্থা, লাগেজ স্ক্যানার মেশিন, সিগনাল পদ্ধতি, টিকিট পাঞ্চিং মেশিন ও অন্য যান্ত্রিক দিকগুলিও বারবার যাচাই করে দেখার কাজ চলছে । মেট্রোতে যে অত্যাধুনিক রেকগুলি চালানো হবে সেগুলি তৈরি করেছে BHEL ।

ABOUT THE AUTHOR

...view details