পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

গোপন চিঠি ফাঁস নিয়ে রাজ্যপালকে কড়া বার্তা অধ্যক্ষের - Governor

বিধানসভায় পৌঁছনোর আগেই সংবাদমাধ্যমের হাতে পৌঁছে যায় রাজ্যপালের চিঠি ৷ এই মর্মেই রাজ্যপালকে আজ কড়া ভাষায় চিঠি পাঠালেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ৷ রাজ্যপাল জগদীপ ধনকড়কে পাঠানো ওই চিঠিতে বিমান বন্দ্যোপাধ্যায় লিখেছেন,"আপনি চিঠিতে যা করতে বলেছেন তা অভূতপূর্ব ও দৃষ্টান্তহীন । চিঠি আমার কাছে আসার আগেই তা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে । এটা কাম্য নয় । তাছাড়া আপনার চিঠি পাওয়ার আগেই অধিবেশন বন্ধ হয়ে গিয়েছিল বিধানসভার ।"

jagdeep dhankar
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

By

Published : Dec 12, 2019, 11:44 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর : রাজ্য-রাজ্যপাল সংঘাত দিন দিন চরমে উঠছে ৷ এবার এই বিবাদে জড়িয়ে পড়লেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বিধানসভায় পৌঁছানোর আগেই সংবাদমাধ্যমের হাতে পৌঁছে যায় রাজ্যপালের চিঠি ৷ এই মর্মেই রাজ্যপালকে আজ কড়া ভাষায় চিঠি পাঠালেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ৷

রাজ্যপাল জগদীপ ধনকড়কে পাঠানো ওই চিঠিতে বিমান বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "আপনি চিঠিতে যা করতে বলেছেন তা অভূতপূর্ব ও দৃষ্টান্তহীন । চিঠি আমার কাছে আসার আগেই তা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে । এটা কাম্য নয় । তাছাড়া আপনার চিঠি পাওয়ার আগেই অধিবেশন বন্ধ হয়ে গিয়েছিল বিধানসভার ।" মঙ্গলবার (10 ডিসেম্বর) রাজভবনের তরফে অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়ে বলা হয়েছিল তপশিলি জাতি ও উপজাতি কমিশন সংক্রান্ত বিল প্রসঙ্গে ৷ বিলটি বহুদিন ধরে রাজ্যপালের কাছে আটকে থাকা সত্ত্বেও এখনও অনুমোদন মেলেনি ৷

আরও পড়ুন : অধ্যক্ষের চিঠি প্রকাশ্যে কীভাবে, রাজ্যপালকে কটাক্ষ পার্থর

বিধানসভায় চিঠি পৌঁছানোর আগে গুরুত্বপূর্ণ চিঠি সংবাদমাধ্যমের হাতে কেমনভাবে পৌঁছায় সেই বিষয়ে এর আগেই প্রশ্ন তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় । এবার রাজভবনকে পালটা বিধানসভার । আজকের চিঠিতে বিমান বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "তপশিলি জাতি ও উপজাতি কমিশন সংক্রান্ত বিল পেশের অনুমোদনের ক্ষেত্রে রাজ্যপাল স্বাক্ষর না করায় তা নিয়ে বিধায়কদের মধ্যে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details