পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 14, 2022, 3:18 PM IST

ETV Bharat / city

Aparna Sen on Rushdie Book স্বাধীনতার 75 বছরে রুশদির দ্য স্যাটানিক ভার্সেসের নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক, দাবি অপর্ণার

স্বাধীনতার 75 বছরে সলমন রুশদির (Salman Rushdie book) দ্য স্যাটানিক ভার্সেসের (The Satanic Verses) উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেন অপর্ণা সেন (Aparna Sen on Rushdie book)৷ তৎকালীন কংগ্রেস সরকারকে একহাত নিয়েছেন তিনি ৷ যদিও নিজেদের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়েছেন তৎকালীন সরকারের কংগ্রেস মন্ত্রী কে নটবর সিং (K Natwar Singh)৷

Aparna Sen condemns banning of The Satanic Verses, Salman Rushdie's book was banned due to law and order, says Ex-Congress minister
স্বাধীনতার 75 বছরে রুশদির দ্য স্যাটানিক ভার্সেসের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি অপর্ণার

কলকাতা, 14 অগস্ট: নিউইয়র্কে আক্রমণের শিকার প্রখ্যাত লেখক সলমন রুশদির (Salman Rushdie book) বিতর্কিত বই 'দ্য স্যাটানিক ভার্সেস'-এর (The Satanic Verses) পক্ষে এ বার জোরালো সওয়াল করলেন বাঙালি অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন (Aparna Sen on Rushdie book)৷ তাঁর অভিযোগ, তৎকালীন কংগ্রেস সরকারের তোষণের নীতির কারণেই অসাংবিধানিক ভাবে এই বই নিষিদ্ধ করা হয়েছিল ৷ এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে স্বাধীনতার 75 বছরে এই বই থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি ৷ তবে তৎকালীন কংগ্রেস সরকারের মন্ত্রী কে নটবর সিং (K Natwar Singh) তাঁদের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, আইন-শৃঙ্খলার কারণেই বইটি নিষিদ্ধ করা হয়েছিল ৷

নিউইয়র্কে হামলার শিকার হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি প্রখ্যাত লেখক সলমন রুশদি ৷ দু'দিন আগে নিউইর্য়কের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি । সেখানে বক্তব্য পেশের ঠিক আগে হারি মাতার নামে এক যুবক আক্রমণ করে তাঁকে । মাত্র 20 সেকেন্ডের মধ্যে ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে 10 থেকে 15 বার আক্রমণ চালানো হয় । মঞ্চেই লুটিয়ে পড়েন লেখক । হাসপাতালে নিয়ে গিয়ে শুরু হয় চিকিৎসা । আজ লেখকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ৷ তাঁকে বের করা হয়েছে ভেন্টিলেটর থেকে ৷

34 বছর আগে 'দ্য স্যাটানিক ভার্সেস' বইটি লেখার জন্য মৌলবাদীদের তীব্র রোষের মুখে পড়তে হয়েছিল এই লেখককে ৷ তাঁর বই বিভিন্ন দেশে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি বহুবার নানা মৌলবাদী সংগঠনের তরফে ধার্য করা হয় তাঁর মাথার দাম ৷ ভারতেও নিষিদ্ধ হয়েছিল 'দ্য স্যাটানিক ভার্সেস'৷ রুশদির উপর হামলার ঘটনার পর তাঁর বই নিষিদ্ধ হওয়ার সেই বিতর্কিত অধ্যায় ফের মাথাচাড়া দিয়েছে ৷ এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে টুইট করেছেন অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন ৷ তিনি তৎকালীন কংগ্রেস সরকারকে একহাত নিয়ে লিখেছেন, "তোষণ নীতির কারণে কংগ্রেস সরকার অসাংবিধানিক ভাবে দ্য স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিল, আমি তার তীব্র নিন্দা করি ৷ বর্তমানে ক্ষমতায় থাকা সরকারের কাছে আমার আর্জি, স্বাধীনতার 75 বছরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক ও আমাদের সংবিধানের প্রতি সম্মান জানানো হোক ৷"

আরও পড়ুন:ভেন্টিলেটর থেকে বেরলেন, কথাও বললেন রুশদি

যদিও গতকালই এই বিষয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন তৎকালীন কংগ্রেস সরকারের এক মন্ত্রী ৷ 1988 সালে সলমন রুশদির লেখা দ্য স্যাটানিক ভার্সেস বইটি আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজীব গান্ধির সরকার ৷ সেই সময় বিদেশমন্ত্রকের দায়িত্বে ছিলেন কে নটবর সিং ৷ শনিবার তিনি সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, সলমন রুশদির নভেল দ্য স্যাটানিক ভার্সেস ভারতের আইনশৃঙ্খলার কথা বিবেচনা করেই নিষিদ্ধ করা হয়েছিল ৷ তিনি বলেছেন, "রাজীব গান্ধি আমাকে জিজ্ঞেস করেছিলেন, কী করা উচিত ৷ আমি বলেছিলাম, গোটা জীবনে আমি সবসময় বই নিষিদ্ধ করার বিরোধী ৷ তবে যখন আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, তখন রুশদির মতো মহান লেখকের বইও নিষিদ্ধ হওয়া উচিত ৷" কংগ্রেস সরকারের সিদ্ধান্ত সম্পূর্ণ যুক্তিযুক্ত ছিল বলে দাবি করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, "আমি বলেছিলাম, সমগ্র মুসলিম বিশ্ব জ্বলে উঠবে, আমাদের বহু সংখ্যক মুসলিম রয়েছে ৷ এ ছাড়াও সেই সময়ে বইটিতে যা ছিল, তা গ্রহণযোগ্য নয় ৷"

1988 সালে প্রকাশিত হওয়ার পর থেকে বিতর্কের মুখে পড়ে সলমন রুশদির দ্য স্যাটানিক ভার্সেস ৷ মুসলিম ধর্মবিশ্বাসে আঘাতের অভিযোগে বিভিন্ন দেশে এই বই নিষিদ্ধ ঘোষণা করা হয় ৷ 1989 সালে ইরানের প্রয়াত নেতা আয়াতোল্লাহ রুহোল্লাহ খোমিনেনি সলমন রুশদিকে হত্যা করার নিদান দিয়ে ফতোয়া জারি করেছিলেন ৷ বহু বছর এই লেখককে পুলিশি নিরাপত্তা দিয়েছে ব্রিটিশ প্রশাসন ৷ বহুবার তাঁর কাছে এসেছে প্রাণনাশের হুমকি ৷ 1991 সালের জুলাই মাসে হত্যা করা হয় বইটির জাপানি অনুবাদককে ৷ তার কয়েক মাস পরই এক ইতালীয় অনুবাদককে কোপানো হয় এবং গুলি করা হয় বইটির নরওয়ের প্রকাশককে ৷

ABOUT THE AUTHOR

...view details