কলকাতা, 14 অগস্ট: নিউইয়র্কে আক্রমণের শিকার প্রখ্যাত লেখক সলমন রুশদির (Salman Rushdie book) বিতর্কিত বই 'দ্য স্যাটানিক ভার্সেস'-এর (The Satanic Verses) পক্ষে এ বার জোরালো সওয়াল করলেন বাঙালি অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন (Aparna Sen on Rushdie book)৷ তাঁর অভিযোগ, তৎকালীন কংগ্রেস সরকারের তোষণের নীতির কারণেই অসাংবিধানিক ভাবে এই বই নিষিদ্ধ করা হয়েছিল ৷ এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে স্বাধীনতার 75 বছরে এই বই থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি ৷ তবে তৎকালীন কংগ্রেস সরকারের মন্ত্রী কে নটবর সিং (K Natwar Singh) তাঁদের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, আইন-শৃঙ্খলার কারণেই বইটি নিষিদ্ধ করা হয়েছিল ৷
নিউইয়র্কে হামলার শিকার হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি প্রখ্যাত লেখক সলমন রুশদি ৷ দু'দিন আগে নিউইর্য়কের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি । সেখানে বক্তব্য পেশের ঠিক আগে হারি মাতার নামে এক যুবক আক্রমণ করে তাঁকে । মাত্র 20 সেকেন্ডের মধ্যে ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে 10 থেকে 15 বার আক্রমণ চালানো হয় । মঞ্চেই লুটিয়ে পড়েন লেখক । হাসপাতালে নিয়ে গিয়ে শুরু হয় চিকিৎসা । আজ লেখকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ৷ তাঁকে বের করা হয়েছে ভেন্টিলেটর থেকে ৷
34 বছর আগে 'দ্য স্যাটানিক ভার্সেস' বইটি লেখার জন্য মৌলবাদীদের তীব্র রোষের মুখে পড়তে হয়েছিল এই লেখককে ৷ তাঁর বই বিভিন্ন দেশে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি বহুবার নানা মৌলবাদী সংগঠনের তরফে ধার্য করা হয় তাঁর মাথার দাম ৷ ভারতেও নিষিদ্ধ হয়েছিল 'দ্য স্যাটানিক ভার্সেস'৷ রুশদির উপর হামলার ঘটনার পর তাঁর বই নিষিদ্ধ হওয়ার সেই বিতর্কিত অধ্যায় ফের মাথাচাড়া দিয়েছে ৷ এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে টুইট করেছেন অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন ৷ তিনি তৎকালীন কংগ্রেস সরকারকে একহাত নিয়ে লিখেছেন, "তোষণ নীতির কারণে কংগ্রেস সরকার অসাংবিধানিক ভাবে দ্য স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিল, আমি তার তীব্র নিন্দা করি ৷ বর্তমানে ক্ষমতায় থাকা সরকারের কাছে আমার আর্জি, স্বাধীনতার 75 বছরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক ও আমাদের সংবিধানের প্রতি সম্মান জানানো হোক ৷"