পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Students observe black day: ছাত্রদের উপর পুলিশি অত্যাচার ! মানব বন্ধনে 'ব্ল্যাক ডে' পালন আলিয়ার পড়ুয়াদের - ছাত্রদের মহাকরণ অভিযান

আনিশ খানের মৃত্যুর (Anish Khan Death) প্রতিবাদে ছাত্রদের মহাকরণ অভিযানে পড়ুয়াদের উপর অত্যাচার করেছে পুলিশ (Students observe black day)৷ এই অভিযোগে প্রতিবাদ জানাতে আজ মানব বন্ধনে কর্মসুচি পালন করছেন পড়ুয়ারা ৷

anish-khan-death-police-allegedly-attacks-protesters-aliah-university-students-observe-black-day
ছাত্রদের উপর পুলিশি অত্যাচার ! মানব বন্ধনে ব্ল্যাক ডে পালন আলিয়ার পড়ুয়াদের

By

Published : Feb 23, 2022, 4:37 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: মঙ্গলবার মহাকরণ অভিযানের সময় পুলিশ ছাত্রছাত্রীদের উপর অত্যাচার চালিয়েছে, এমনই অভিযোগ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের (Students observe black day)। তারই প্রতিবাদে আজ রাজ্যজুড়ে তারা 'ব্ল্যাক ডে' পালন করছে । আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University Students) পার্ক সার্কাস ক্যাম্পাসে একটি সাংবাদিক সম্মেলনে এ কথাই জানালেন পড়ুয়ারা ।

ছাত্র নেতা আনিশ খানের রহস্যজনক মৃত্যুর (Anish Khan Death) প্রতিবাদে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া-সহ বাম ছাত্র সংগঠন মঙ্গলবার মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল ৷ সেই মিছিলকে মহাকরণ পর্যন্ত পৌঁছতে বাধা দেওয়া হয় । পড়ুয়াদের অভিযোগ, পুলিশ তাঁদের সঙ্গে ধস্তাধস্তি করে এবং তাঁদের উপর অত্যাচার চালায় ।

মঙ্গলবারের এই ঘটনার প্রতিবাদে আজ তাঁরা বিকেল চারটের সময় আলিয়া বিশ্ববিদ্যালযয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে একটি মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন (Students allege against police)। পাশাপাশি আজকের দিনটিকে 'ব্ল্যাক ডে' বা কালা দিবস হিসেবে ঘোষণা করেছেন তাঁরা ।

ছাত্রদের উপর পুলিশি অত্যাচার ! মানব বন্ধনে ব্ল্যাক ডে পালন আলিয়ার পড়ুয়াদের

আরও পড়ুন :Anish Khan Murder Case : সিটের নোটিস প্রত্যাখান, আনিশের মোবাইল দিলেন না বাবা সালেম খান

আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের পড়ুয়া সাজিদুর রহমান বলেন, "গতকাল পুলিশ যখন আমাদের আটকানোর চেষ্টা করে, তখন আমরা বলেছিলাম যে, আমাদের মধ্যে কয়েকজনের একটি প্রতিনিধি দলকে শান্তিপূর্ণ ভাবে ডেপুটেশন জমা দিতে অনুমতি দেওয়া হোক । কিন্তু পুলিশ আমাদের এই কথা তো শুনলোই না, বরং ছাত্রদের উপর অকথ্য হামলা করল । এই হামলার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি । আনিশ খানের হত্যার তো কোনও ন্যায় হচ্ছে না বরং যাঁরা তাঁর হত্যার বিচার চাইছে তাঁদের গ্রেফতার করা হল । শুধু তাই নয়, ছাত্রীদের উপরও লাঠি চালানো হয়েছে । মেয়ে পুলিশ না থাকা সত্ত্বেও ছেলে পুলিশ মহিলাদের টেনে হিঁচড়ে নিয়ে গেল । একাধিক ছাত্রছাত্রী ভীষণ ভাবে আহত হয়েছেন । পুলিশের এই ধরনের ব্যবহার আমরা আশা করিনি ।"

আরও পড়ুন:Anish Khan Death Case : সিবিআই তদন্ত চাওয়ায় আনিশের দাদাকে প্রাণে মারার হুমকি

তিনি আরও বলেন, "পুলিশ যদি ভেবে থাকে যে ভবিষ্যতে আবারও ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করে তাঁদের প্রতিবাদ থামিয়ে দেবে তাহলে তারা ভুল করছে । আমরা আনিশ খানের হত্যাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে রাস্তায় ছিলাম, আছি ও থাকব । আমাদের প্রতিবাদ জারি থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details