পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Advice to Prevent Dengue রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, জেলাগুলিকে সতর্কবার্তা নবান্নর - রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ

রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গির প্রকোপ ৷ 11 অগস্ট থেকে 17 অগস্টের মধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 535 জন ৷ উৎসবের মরসুম আসার আগেই সতর্ক বার্তা নবান্নের (Alert for Dengue Outbreak)৷

ETV Bharat
ETV Bharat dengue

By

Published : Aug 19, 2022, 4:04 PM IST

কলকাতা, 19 অগস্ট: উৎসবের মরশুম আসতে এখনও বেশ কিছুদিন দেরি ৷ এখনই রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ ৷ চিন্তা বাড়ছে নবান্নর । চলতি বছরে করোনার প্রভাব কিছুটা কমলেও তাৎপর্যপূর্ণ ভাবে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গির প্রবণতা । পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই ডেঙ্গি নিয়ে বিভিন্ন পৌরসভা এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Alert for Dengue Outbreak) ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 535 জন । মূলত শেষ ছয় দিনে অর্থাৎ 11 অগস্ট থেকে 17 অগস্ট পর্যন্ত উল্লেখযোগ্য ভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । পরবর্তী দু‘দিন এই সংখ্যা আরও শ‘খানেক বেড়েছে বলে জানা গিয়েছে । তবে এই রিপোর্টে কত জনের মৃত্যু হয়েছে সে বিষয়ে তথ্য দেওয়া হয়নি । তাই নবান্নের তরফে ধরে নেওয়া হচ্ছে মৃত্যু না হলেও পরিস্থিতি ক্রমেই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে । আর সে কারণেই ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব । সামনেই উৎসবের মরসুম আসছে । এই অবস্থায় নতুন করে ডেঙ্গির প্রাদুর্ভাব যদি প্রশাসনের মাথাব্যথার কারণ হয়, তা কখনওই নবান্নের জন্য গ্রহণযোগ্য নয় । তাই আগে থেকেই পৌরসভাগুলিকে সতর্ক করে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে নবান্ন ।

আরও পড়ুন:কলকাতায় ডেঙ্গু রুখতে নিজেরা সতর্ক হোন, বার্তা চিকিৎসকদের

এ দিকে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কলকাতা পুলিশকে সতর্ক করেছেন রাজ্য প্রশাসন । নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই লালবাজারকে কলকাতা পৌরসভার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে । নবান্নর নির্দেশমতো কলকাতা পুলিশের তরফ থেকে সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে । জানা গিয়েছে, আগামিদিনে কলকাতা পৌরসভাকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশও ডেঙ্গি সচেতনতা অভিযানে নামতে পারে । একই সঙ্গে পুলিশের তরফ থেকেও সামাজিক সচেতনতা মূলক প্রচারও শুরু করা হতে পারে জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details