পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Adhir Chowdhury : চোরের মায়ের বড় গলা দিদিকে দেখে বোঝা যায়, মমতাকে কটাক্ষ অধীরের - অধীর রঞ্জন চৌধুরী

তাঁর সঙ্গে ভিডিয়ো বিতর্কে বসার চ্যালেঞ্জও তৃণমূল নেত্রীকে করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

Adhir Chowdhury
"চোরের মায়ের বড় গলা দিদিকে দেখে বোঝা যায়", মমতাকে কটাক্ষ অধীরের

By

Published : Oct 30, 2021, 9:28 PM IST

কলকাতা, 30 অক্টোবর : বিজয়া সম্মিলনীর মঞ্চে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ৷ শনিবার বিধানভবনে আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মিলনীর।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়কে বিজেপি'র দালাল বলে কটাক্ষ করেন অধীরবাবু ৷ বলেন, "আরএসএস-এর মানসপুত্র বিজেপি । কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল ততদিন দেশে এককভাবে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি ৷ 89 বছর ধরে বিজেপি'কে রুখে দিয়েছিল কংগ্রেস। অথচ তৃণমূল নেত্রী কংগ্রেসকে বিজেপি'র দোসর সাজাচ্ছেন ৷ বিজেপি'র সব থেকে বড় দালাল তো আপনি ৷ কংগ্রেসের জঠোরে জন্ম আপনার ৷ আপনি নিজের পরিচয় অস্বীকার করছেন ৷ নিজের উৎসস্থল ভুলে গিয়ে সেই কংগ্রেস মুক্ত দেশের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর এখানে মোদি-মমতার সুর মিলে যাচ্ছে ৷ চোরের মায়ের বড় গলা দিদিকে দেখে বোঝা যায় ৷"

"চোরের মায়ের বড় গলা দিদিকে দেখে বোঝা যায়", মমতাকে কটাক্ষ অধীরের

আরও পড়ুন : Mamata Banerjee : তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার আঞ্চলিক দলের নেতারা

তাঁর সঙ্গে ভিডিয়ো বিতর্কে বসার চ্যালেঞ্জও এদিন তৃণমূল নেত্রীকে করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

ABOUT THE AUTHOR

...view details