পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভিনরাজ্যে আটকে পড়া মানুষদের ফেরাতে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ অধীরের - অধীর চৌধুরি

ভিনরাজ্যে আটকে পড়া ব্যক্তিদের রাজ্যে ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি । তিনি বলেন, "দেশে ট্রেনের অভাব নেই । রয়েছে শুধু সরকারের সদিচ্ছার অভাব ।"

ছবি
ছবি

By

Published : May 11, 2020, 2:52 PM IST

কলকাতা, 11 মে : ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকসহ অন্যদের রাজ্যে ফেরানো নিয়ে একাধিকবার বিরোধীদের তোপের মুখে পড়েছে রাজ্য সরকার । ফের একই ইশু নিয়ে সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি ।


অধীরবাবু বলেন , " আমি অধীর চৌধুরি দায়িত্ব নিচ্ছি, পশ্চিমবঙ্গ সরকার অনুমতি দিলে ভিনরাজ্যে আটকে পড়া মানুষদের ঘরে ফিরিয়ে দেব । রেলের ব্যবস্থা করার দায়িত্ব আমার । ভারতের রেল দপ্তরের কাছে 12 হাজার 617 টি ট্রেন রয়েছে । মুখ্যমন্ত্রী শুধু বলুন, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক কতগুলি ট্রেন লাগবে ? তার তালিকা প্রস্তুত করে আমাকে দিন । বাকি দায়িত্ব আমার । যদি তা না করতে পারি, তাহলে রাজনীতি ছেড়ে দেব , সাংসদ পদ ছেড়ে দেব ।"

কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, তারা নিয়মিত 300টি অতিরিক্ত ট্রেন চালাবে ছাত্র, রোগী এবং পর্যটকদের ফেরানোর জন্য । ট্রেনের কোনও অভাব নেই । অধীরবাবু বলেন, "কেবল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সদিচ্ছার অভাব রয়েছে । নিয়মিত আড়াই কোটি যাত্রীকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয় ভারতীয় রেল । সেখানে মাত্র কয়েক লাখ মানুষকে এরাজ্যে ফিরিয়ে আনা যাবে না ?"

পশ্চিমবঙ্গের রেশন অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, " দেশে চাল, গমের অভাব নেই । কিন্তু পশ্চিমবঙ্গে সেই চাল, গম বণ্টনের অভাব রয়েছে । কেবল দুর্নীতি ধামাচাপা দিয়ে চুরি করা হচ্ছে রেশনের খাদ্যসামগ্রী । তেমনই দেশে ট্রেনের অভাব নেই, পশ্চিমবঙ্গ সরকারের সদিচ্ছার অভাব রয়েছে ।" ভিনরাজ্যে আটকে পড়া মানুষদের যথাযথ পরীক্ষা-নিরীক্ষার পর এরাজ্যে ফিরিয়ে আনা হোক, এমনটাই দাবি কংগ্রেস সাংসদের ।


ABOUT THE AUTHOR

...view details