জামুরিয়া, 28 মে : জামুরিয়ায় দু নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ধাক্কা মারল গাড়ি ৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন 4 জন ।
জামুরিয়ার 32 নম্বর ওয়ার্ডের বোগড়া বড়োপুল কালী মন্দিরের সামনে আসানসোলের দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে । দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন 4 জন । তাঁদের প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেন । পরে জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ।
আরও পড়ুন : জুলাই মাসে উচ্চমাধ্যমিক, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক
পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, "আজ সকালে আসানসোল থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি গাড়ি । হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডিভাইডারে ধাক্কা মারে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামুরিয়া থানার পুলিশ । গুরুতর আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ক্ষতিগ্রস্ত গাড়িটিকে জামুরিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে । ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যাতায়াত বন্ধ থাকে । ফের পরে যান চলাচল স্বাভাবিক হয় ।