পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"চোরের মতো আক্রমণ করেছে পাকিস্তান", কলকাতায় মিছিল ABVP-র

পাকিস্তানের ক্ষমতা নেই সামনে থেকে আক্রমণ করার। তাই তারা চোরের মতো লুকিয়ে ভারতীয় সেনার উপর আক্রমণ করছে।

AVBP-র মিছিল

By

Published : Feb 16, 2019, 1:43 AM IST

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি : "পাকিস্তানের ক্ষমতা নেই সামনে থেকে আক্রমণ করার। তাই তারা চোরের মতো লুকিয়ে ভারতীয় সেনার উপর আক্রমণ করছে।" পুলওয়ামায় জঙ্গি হামলা প্রসঙ্গে একথা বলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (AVBP) প্রদেশ সম্পাদক সপ্তর্ষি সরকার।

বৃহস্পতিবার শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে CRPF-এর একটি কনভয় যাচ্ছিল। ৭০ থেকে ৮০টি ভ্যান ছিল কনভয়ে। সেইসময় ৩৫০ কেজি বিস্ফোরক ভরতি একটি গাড়ি ওই কনভয়ে থাকা একটি ভ্যানে ধাক্কা মারে। তারপরই হয় বিস্ফোরণ। শহিদ হন ৪৫জন CRPF জওয়ান। জখম অনেকেই। এই ঘটনায় শহিদ জওয়ানদের আত্মার শান্তি কামনায় বিশেষ মিছিল করে AVBP। সপ্তর্ষি সরকারের নেতৃত্ব বের হয় মিছিলটি। গতকাল কলেজ স্ট্রিট থেকে শুরু হয় মিছিল। শেষ হয় শিয়ালদা স্টেশনে। সেখানে পৌঁছে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়। এরপর ১ মিনিট নিরবতাও পালন করে তারা।

এই ঘটনা প্রসঙ্গে পাকিস্তানের প্রতি ক্ষোভ উগরে দিয়ে সপ্তর্ষি সরকার বলেন, "পাকিস্তানের ক্ষমতা নেই সামনে থেকে আক্রমণ করার। তাই তারা চোরের মতো লুকিয়ে ভারতীয় সেনার উপর আক্রমণ করছে। ক্ষমতা থাকলে সামনে থেকে এসে লড়াই করুক। ভারত সরকারের কাছে আবেদন এবারও যেন তারা খোলাখুলি ভাবে সামনে থেকে পাকিস্তানকে এই হামলার জবাব দেয়। আর পাকিস্তান নামক দেশটাকে যেন পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়া হয়। যাতে পাকিস্তান নামটাই যেন ইতিহাস হয়ে যায়।"

ABOUT THE AUTHOR

...view details