কলকাতা, 6 জুলাই: 2 সপ্তাহের মধ্যে কলকাতায় তিনটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কলকাতা পৌরনিগম এবং সিইএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারির অভাবের অভিযোগ উঠেছে ৷ এই পরিস্থিতিতে এ বার কলকাতা পৌরনিগমের আলোক বিভাগের মেয়র পারিষদের কাছে প্রতিটি ওয়ার্ডে নজরদারি কমিটি গঠনের দাবি জানাল অ্যাবেকা বা অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (ABECA) ৷ এ নিয়ে আলোক বিভাগের মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সি এবং সিইএসসি’র কাছে ডেপুটেশন জমা দিয়েছে (ABECA Demands Surveillance in Electricity Hooking Case KMC Files GD) ৷ অন্যদিকে, রাজাবাজারে বিদ্যৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যুর ঘটনায় হুকিংয়ের অভিযোগে একটি জেনারেল ডায়রি করেছে পৌরনিগমে আলোক বিভাগ ৷
শহরে একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কলকাতা পৌরনিগম এবং সিইএসসি-র একে অপরের উপর দায় চাপানোর পালা জারি রয়েছে ৷ এ সব দায় ঠেলা বন্ধ করে নজরদারি চালানোর দাবিতে কলকাতা পৌরনিগমের আলোক বিভাগের মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সির কাছে একটি ডেপুটেশন জমা দিল অ্যাবেকা বা অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন ৷ যেখানে কলকাতার বিদ্যুতের খুঁটিগুলিতে হুকিং ও তারের জঞ্জাল সরানো সহ একাধিক দাবি জানিয়েছে অ্যাবেকা ৷
অ্যাবেকার দাবিগুলি হল-
- প্রতিটি বাতিস্তম্ভে আর্থ-ইন করতে হবে ৷
- যত্রতত্র বাতিস্তম্ভের উপর দিয়ে যাওয়া তারের জঞ্জাল পরিষ্কার করতে হবে ৷
- পৌরনিগমের প্রতিটি ওয়ার্ডে নজরদারি বাড়াতে হবে ৷
- প্রয়োজনে এর জন্য ওয়ার্ডগুলিতে নজরদারি কমিটি গঠন করা হোক ৷
- পাশাপাশি এই ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার রিপোর্টের প্রেক্ষিতে পৌরনিগম ভবিষ্যতে কী কী পদক্ষেপ নেবে, তা জনগণকে জানাতে হবে ৷
এ নিয়ে অ্যাবেকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস কলকাতা পৌরনিগম এবং সিইএসসি, দু’পক্ষকেই দায়ী করেছেন ৷ তিনি জানান, মৃত্যুর ঘটনায় কলকাতা পৌরনিগম নিজেদের দায় এড়াতে পারে না ৷ আর সিইএসসি কর্তৃপক্ষেরও স্পষ্ট গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷