কলকাতা, 25 অগাস্ট : কাপড় জড়ানো অবস্থায় আবাসনের সামনে থেকে উদ্ধার এক মহিলার দেহ ৷ মৃতের নাম শম্পা চক্রবর্তী (47) ৷ পর্ণশ্রীর বকুলতলা এলাকার ঘটনা ৷
মুখে জড়ানো কাপড়, পর্ণশ্রীতে আবাসনের সামনে থেকে উদ্ধার মহিলার দেহ - a woman body recover
কাপড় জড়ানো অবস্থায় আবাসনের সামনে থেকে উদ্ধার এক মহিলার দেহ ৷ মৃতের নাম শম্পা চক্রবর্তী (47) ৷ পর্ণশ্রীর বকুলতলার ঘটনা ৷
আজ সকালে বকুলতলার অনিন্দিতা অ্যাপার্টমেন্টের সামনেই মুখে কাপড় জড়ানো অবস্থায় শম্পা চক্রবর্তীর দেহ দেখতে পান স্থানীয়রা ৷ তাঁর দেহটি নাইলন দড়ি দিয়ে বাধা ছিল ৷ খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ দু'নম্বর বাসুদেবপুর রোডে স্বামীর সঙ্গে থাকতেন শম্পা ৷ তাঁর স্বামী ভোপাল চক্রবর্তী একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ৷ ঘটনাস্থানে যান গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ৷ তিনি বলেন, " এই আবাসনের চারতলায় 7 নম্বর ফ্ল্যাটে শম্পা ও তাঁর স্বামী থাকতেন ৷ প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ধারাল অস্ত্র দিয়ে ওই মহিলার গলার নলি কেটে খুন করা হয়েছে ৷ ওঁর গলায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে ৷ "
ঘটনার পর মৃতের স্বামীর কোনও সন্ধান পাওয়া যায়নি ৷ পুলিশ সূত্রে খবর, শম্পা চক্রবর্তী আবাসনের যে ফ্ল্যাটে থাকতেন, সেটি তালাবন্ধ ৷ স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, গতকাল রাতে ওই ফ্ল্যাট থেকে ঝগড়ার আওয়াজ তারা পান ৷ আজ সকালে দেহের পাশে একটি ট্রলিও দেখতে পান তারা ৷ দেহটি ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে ৷