পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পুলিশে ব্যাপক রদবদল, 55 জন আইপিএস বদলি

নয়া নির্দেশিকায় দীপনারায়ণ গোস্বামী হচ্ছেন ডিআইজি এসটিএফ ৷ তিনি ছিলেন যুগ্ম নগরপাল এসবি । রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ডিআইজি সীমান্ত, তিনি হলেন ডিআইজি আইবি । প্রবীণকুমার ত্রিপাঠি হলেন ডিআইজি মালদা রেঞ্জ ।

By

Published : May 31, 2021, 10:30 PM IST

a-total-of-55-ips-reshuffled-by-wb-government
a-total-of-55-ips-reshuffled-by-wb-government

কলকাতা, 31 মে : বিধানসভা নির্বাচনের পরপরই রাজ্য পুলিশের উপরমহলে রদবদল করেছিল নবান্ন । এবার একসঙ্গে 55 জন আইপিএস আধিকারিকের রদবদলের নির্দেশিকা জারি করল রাজ্য সরকার ।

নয়া নির্দেশিকায় দীপনারায়ণ গোস্বামী হচ্ছেন ডিআইজি এসটিএফ ৷ তিনি ছিলেন যুগ্ম নগরপাল এসবি । রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ডিআইজি সীমান্ত, তিনি হলেন ডিআইজি আইবি । প্রবীণকুমার ত্রিপাঠি হলেন ডিআইজি মালদা রেঞ্জ । অন্য দিকে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এসটিএফ) করা হল ভি সলেমন নেশাকুমারকে । মীরাজ খালেদকে করা হল ডিআইজিসি আইডি অপারেশন । ধৃতিমান সরকার ছিলেন এসপি ঝাড়গ্রাম । হলেন এসপি বাঁকুড়া ।

আরও পড়ুন: আলাপন ইস্যুতেও মোদির সঙ্গে লড়াইয়ে বাজিমাত মমতার

এছাড়াও কলকাতা পুলিশের ডিসি কমব্যাট হলেন অভিষেক গুপ্ত । সব মিলিয়ে এদিন 55 জন আইপিএস আধিকারিকের পদের রদবদল করল নবান্ন ।

ABOUT THE AUTHOR

...view details