বিধাননগর, 1 অক্টোবর : কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল বিধাননগরে ৷ তাকে বাঁচাতে গিয়ে এক প্রতিবেশীকে মারধর করা হয় বলেও অভিযোগ । এই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে ৷ ধৃতরা হল টোটোন সর্দার ও পরেশ সর্দার ৷
বিধাননগরে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে ধৃত 2 - a girl molested at saltlake
বিধাননগরে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৷ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
বানতলার বাসিন্দা ওই কিশোরী গত রবিবার চিংড়িহাটায় টিউশন পড়তে যায় ৷ অটো করে বাড়ি ফিরছিল ৷ ছয়নাভি অটোস্ট্যান্ডে নামে ৷ সেখানে টিউব ওয়েল থেকে জল খেতে যায় সে ৷ এলাকার দুই যুবক কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ ৷ সেই সময় কিশোরীর এক প্রতিবেশী তা দেখতে পেয়ে প্রতিবাদ করে । এরপরই তাকে মারধর করতে শুরু করে তারা ৷ কিশোরীর হাত ধরে টানাটানিও করে বলে অভিযোগ ৷ ওই দুই অভিযুক্ত মদ্যপান করে ছিল বলে অভিযোগ কিশোরীর ৷
গতকাল বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তার ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ধৃতদের বিধাননগর আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।