পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Corona in Bengal : উৎসব পরবর্তী রাজ্যে বাড়ছে সংক্রমণ, গত 24 ঘণ্টায় মৃত 15 - কোভিড-19

গত 24 ঘণ্টায় ফের রাজ্যে বাড়ল করোনার সংক্রমণ ৷ বুধবার মোট 976 জন আক্রান্ত হয়েছেন ৷ বেড়েছে মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় 15 জন করোনায় মারা গিয়েছেন ৷ কলকাতা এবং জলপাইগুড়িতে 4 জন করে, উত্তর 24 পরগনায় 3 জন, দক্ষিণ 24 পরগনায় 2 জন এবং নদিয়ায় 2 জনের মৃত্যু হয়েছে ৷

Corona in Bengal
Corona in Bengal

By

Published : Oct 27, 2021, 8:38 PM IST

কলকাতা, 27 অক্টোবর : উৎসব পরবর্তী সময়ে দেশের মতোই রাজ্যেও করোনার সংক্রমণ নিম্নমুখী হওয়ার নামগন্ধ নেই ৷ গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা একলাফে অনেকটাই বাড়ল৷ আক্রান্ত হয়েছেন মোট 976 জন ৷ এদিন বেড়েছে মৃত্যুর সংখ্যাও ৷ করোনায় আক্রান্ত হয়ে এদিন 15 জনের মৃত্যু হয়েছে ৷ মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল 806 ৷ তার আগের দিন অর্থাৎ সোমবারও সংখ্যাটি ছিল প্রায় একই ৷ সেদিন রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছিলেন 805 জন ৷ ইতিমধ্যে রাজ্যে একাধিক জেলায় মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ৷ সংক্রমণ ঠেকাতে পদক্ষেপ নিয়েছে রাজ্য ৷

দু'দিন আগে অর্থাৎ সোমবার সংক্রমণ খানিকটা কমেছিল ৷ রবিবার রাজ্যে সংক্রামিত হয়েছিলেন 989 জন ৷ সেখান থেকে কমে সোমবার সংখ্যাটি দাঁড়ায় 805 ৷ মঙ্গলবার তা ছিল 806 ৷ তবে বুধবার তা ফের বাড়ল ৷ এদিন রাজ্যে 150টি পরীক্ষাগারে মোট 43 হাজার 322টি নমুনা পরীক্ষা হয়েছে ৷ এদিন পর্যন্ত মোট 1 কোটি 90 লক্ষ 39 হাজার 301টি নমুনা পরীক্ষা হয়েছে এ রাজ্যে ৷

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় 15 জনের মৃত্যু হয়েছে ৷ তার মধ্যে কলকাতা এবং জলপাইগুড়িতে মৃত্যু হয়েছে 4 জন করে আক্রান্তের ৷ পাশাপাশি উত্তর 24 পরগনায় 3 জন, দক্ষিণ 24 পরগনায় 2 জন এবং নদিয়ায় 2 জনের মৃত্যু হয়েছে ৷ এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মোট 19 হাজার 96 জনের মৃত্যু হয়েছে ৷

এদিন রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে 7 হাজার 973 জন ৷ এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন 15 লক্ষ 89 হাজার 42 জন ৷ এদিন মোট 9 লক্ষ 8 হাজার 558 জন করোনার টিকা নিয়েছেন ৷ তাঁদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন 5 লক্ষ 99 হাজার 321 জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 3 লক্ষ 9 হাজার 237 জন ৷

এই মুহূর্তে রাজ্যে মোট 203টি কোভিড হাসপাতাল রয়েছে ৷ মোট শয্যা সংখ্যা রয়েছে 23 হাজার 947টি ৷ 196টি সরকারি এবং 7টি বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা চলছে ৷ পাশাপাশি সেফ হোম রয়েছে মোট 200টি ৷ এই সেফ হোমগুলিতে মোট শয্যা রয়েছে 11 হাজার 507টি ৷

আরও পড়ুন : Corona in India : সংক্রমণ বেড়ে প্রায় সাড়ে 13 হাজার, সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের

ABOUT THE AUTHOR

...view details