পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে কোরোনায় মৃত 61, আক্রান্ত 1259 - Lockdown

মুখ্যসচিব
মুখ্যসচিব

By

Published : May 4, 2020, 5:48 PM IST

Updated : May 4, 2020, 11:01 PM IST

16:34 May 04

রাজ্য সরকারের নির্দেশিকা অনুয়ায়ী, গ্রিন জ়োনে থাকা জেলাগুলিতে বাস চলাচল করতে পারে ৷ কিন্তু সে ক্ষেত্রে একটি বাসে 20 জনের বেশি যাত্রী ওঠানো যাবে না ৷

কলকাতা, 4 মে : তৃতীয় দফার লকডাউনে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে তা নিয়ে আজ দুপুর থেকে নবান্নে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব ৷  তারপর রাজ্যের তরফে বিভিন্ন নির্দেশিকার কথা ঘোষণা করেন ৷  

নির্দেশিকা ঘোষণার আগে রাজ্যে কোরোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মুখ্যসচিব ৷ তিনি জানান, "রাজ্যে মোট কোরোনা আক্রান্ত 1 হাজার 259 জন ৷ বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন 908 ৷ রাজ্যে গত 24 ঘণ্টায় নতুন করে 41 জন কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 218 জন ৷ রাজ্যে এখনও পর্যন্ত সুস্থতার হার 17.23% ৷ গত 24 ঘণ্টায় নতুন করে 11 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ সব মিলে রাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে 61 ৷"  শরীরে কোরোনার সংক্রমণ থাকলেও যাদের মৃত্য়ু কোরোনায় হয়নি তাদের সংখ্যাটা মুখে বললেও মেডিকেল বুলেটিনে এতদিন উল্লেখ করা হত না । এই প্রথম রাজ্য়ের প্রকাশিত বুলেটিনে এই বিষয়টির উল্লেখ করা হল ।  

মুখ্যসচিব আজ জানান, রাজ্যে আস্তে আস্তে বিভিন্ন শিল্প চালু করা হচ্ছে ৷ ইতিমধ্যেই 4 হাজার 340টা শিল্প চালু করা হয়েছে ৷ কেন্দ্রের তরফে রাজ্যের জন্য ঘোষণা করা নির্দেশিকা প্রসঙ্গে তিনি জানান, "কেন্দ্রের তরফে যে সমস্ত নির্দেশিকা রাজ্যের পরিস্থিতি বুঝে জারি করতে বলা হয়েছিল সেগুলি নিশ্চিতভাবে সাধারণ মানুষের হিতে কাজ করবে ৷ কিন্তু রাজ্যে সেই সমস্ত নির্দেশিকা জারি করলে লকডাউনের উপর প্রভাব পরতে পারে বলে কেন্দ্রকে মৌখিক ভাবে জানানো হয়েছে ৷ আমরা রাজ্য সরকারের তরফে বারবার জানিয়েছি আবারও জানাচ্ছি, রাজ্য মনে করছে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা কার্যকর করলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় রয়েছে ৷ কিন্তু তা সত্ত্বেও আমরা কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷"  

রাজ্য সরকারের নির্দেশিকা অনুয়ায়ী,  গ্রিন জ়োনে থাকা জেলাগুলিতে বাস চলাচল করতে পারে ৷ কিন্তু সে ক্ষেত্রে একটি বাসে 20 জনের বেশি যাত্রী ওঠানো যাবে  না ৷ কনটেনমেন্ট জ়োন ছাড়া রাজ্যের সমস্ত জায়গায় 10টা থেকে 6টা পর্যন্ত স্ট্যান্ড অ্যালোন দোকান খোলা যাবে ৷ মিষ্টির দোকান 6 টা পর্যন্ত খোলা রাখা যাবে ৷ চা, পানের দোকান খোলা যাবে কিন্তু সেখানে জমায়েত করা যাবে না ৷ নির্মীয়মাণ বহুতলের ক্ষেত্রে কাজ চালু করা যাবে সেক্ষেত্রে কিছু নিয়ম বিধি ঘোষণা করা হয়েছে ৷ সেই সঙ্গে জেলার ক্ষেত্রে জেলাশাসক ও কলকাতার ক্ষেত্রে মিউনিসিপাল কমিশনারের অনুমতি লাগবে ৷

বেসরকারি অফিসগুলি খোলা যাবে ৷ তবে 25 শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে ৷ 6টা পর্যন্ত খোলা রাখা যাবে অফিস ৷ তবে অনলাইন বা ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে কাজ করার জন্য সরকারের তরফে পরামর্শ দেওয়া হয়েছে ৷ প্রাইভেট কারগুলিতে গাড়ির চালক সহ সর্বাধিক দু'জন যাতায়াত করতে পারবেন ৷ এর জন্য গাড়ির চালকদের ই-পাস সংগ্রহ করতে হবে ৷ শপিং মল, মার্কেট কমপ্লেক্স আগের মতোই বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে ৷ মুখ্যসচিব এক্ষেত্রে জানান, "আমরা আশা করছি স্ট্রিট ভেন্ডিং, মার্কেট কমপ্লেক্স, শপিং মল খোলার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি । যদি কোনও সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা ঘোষণা করা হবে ৷" 

সেই সঙ্গে তিনি জানান, "রাজ্যের বিভিন্ন জেলায় বা ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়া শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে ৷ বিভিন্ন রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ রেল ও বাস পরিষেবার মাধ্যমে শ্রমিকদের রাজ্যে নিয়ে আসা হচ্ছে ৷" রাজ্যের সীমান্তে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে ফেরানো হচ্ছে ৷ 

Last Updated : May 4, 2020, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details